TRENDING:

Anubrata Mondal: সুকন্যার বয়ানেই কাল হল অনুব্রতর? ২০৩ পাতার চার্জশিটে বিস্ফোরক দাবি ইডি-র

Last Updated:

সূত্রের খবর, চার্জশিটে অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল সহ তৃণমূল নেতার ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তির উল্লেখ করেছে ইডি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গ্রেফতারির প্রা‍য় সাড়ে আট মাস বাদে অনুব্রত মণ্ডলের নামে চার্জশিট জমা দিল ইডি৷ এ দিন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি৷ ২০৩ পাতার চার্জশিটের সঙ্গে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রায় তিন হাজার পাতার নথিও জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
সুকন্যা ও অনুব্রত মণ্ডল
সুকন্যা ও অনুব্রত মণ্ডল
advertisement

সূত্রের খবর, চার্জশিটে অনুব্রত এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল সহ তৃণমূল নেতার ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তির উল্লেখ করেছে ইডি৷ শুধু তাই নয়, অনুব্রতর বিরুদ্ধে সুকন্যার বয়ানকেই হাতিয়ার করেছেন তদন্তকারীরা৷ চার্জশিটে ইডি দাবি করেছে, জিজ্ঞাসাবাদে সুকন্যা তদন্তকারীদের জানিয়েছেন, বাবার কথা মতোই তিনি চেকে সই করে দিতেন৷ আর্থিক লেনদেনের বিষয়ে তিনি কিছুই জানতেন না৷

advertisement

আরও পড়ুন: ‘ওকে বারণ করেছিলাম, এখনকার ছেলেদের জেদ বেশি,’ অভিষেক প্রসঙ্গে এ কী কথা মমতার

এ ছাড়াও অনুব্রত মণ্ডল কতটা প্রভাবশালী, তা বোঝাতে তাঁর দিল্লি যাত্রা আটকাতে দুবরাজপুরের এক তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার ঘটনায় এক বছর পর অনুব্রতকে পুলিশের গ্রেফতারির ঘটনাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে৷ আবার দিল্লি নিয়ে যাওয়ার সময় রাজ্য পুলিশের ঘেরাটোপে থাকা সত্ত্বেও যেভাবে শক্তিগড়ের একটি হোটেলে অনুব্রত প্রাতঃরাশের ফাঁকে ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে আলোচনা করেছিলেন, সে বিষয়টিও চার্জশিটে উল্লেখ করা হয়েছে৷

advertisement

ঘটনাচক্রে এ দিনই অনুব্রতর আসানসোল জেলে ফেরার আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত৷ এর আগের দিন শুনানি চলাকালীনই ইডি-র আইনজীবী আদালতে দাবি করেছিলেন, আগামী কয়েক বছর তিহাড় জেলকেই ঘরবাড়ি ভেবে নিতে হবে অনুব্রতকে৷ তার পর পরই অনুব্রতর বিরুদ্ধে এই চার্জশিট জমা দেওয়া হল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে এই ধাক্কার মধ্যেই আগামী শনিবার অবশেষে তিহাড় জেলে মেয়ে সুকন্যার সঙ্গে দেখা হতে পারে অনুব্রতর৷ এই মুহূর্তে গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে সুকন্যাও তিহাড় জেলেই বন্দি রয়েছেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Anubrata Mondal: সুকন্যার বয়ানেই কাল হল অনুব্রতর? ২০৩ পাতার চার্জশিটে বিস্ফোরক দাবি ইডি-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল