TRENDING:

Mining Scam || Chhattisgarh: ছত্তীসগড়েও কয়লা কেলেঙ্কারি! একাধিক কংগ্রেস নেতার বাড়িতে ইডি-র হানা

Last Updated:

প্রায় ১০০ কোটি টাকার এই দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে ইডি। চলতি বছরের শেষের দিকেই ছত্তীসগড়ে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি ইচ্ছে করে সে রাজ্যে এজেন্সি তৎপরতা বাড়াচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের। ছত্তীসগড়ে বর্তমানে ক্ষমতায় কংগ্রেসের জোট সরকার।    

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়পুর: সামনের ২৪ ফেব্রুয়ারি। রায়পুরেই শুরু হচ্ছে কংগ্রেসের প্লেনারি সম্মেলন। এই সম্মেলন থেকেই আগামী লোকসভা নির্বাচনে রণকৌশলের প্রাথমিক আলোচনা শুরু করতে চলেছে কংগ্রেস। কিন্তু, তার আগেই রাজ্যে অতি সক্রিয় হয়ে গেল ইডি। সপ্তাহের শুরুর দিনই কয়লাকাণ্ডে ছত্তীসগড়ে কংগ্রেস বিধায়ক থেকে শুরু করে সরকারি আমলা, প্রায় ১৩ জায়গায় তল্লাশি অভিযান।
advertisement

গোটা ঘটনাকে নিম্নরুচির রাজনীতি বলে তোপ দেগেছেন ভূপেশ বাঘেল। এদিন বাঘেল ট্যুইট করেন, "আজ সকালে আমার একাধিক সহকর্মীর বাড়িতে হানা দিয়েছে ইডি। তার মধ্যে ছত্তীসগড় কংগ্রেসের হিসাবরক্ষক, দলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং বিধায়কও রয়েছেন।"

আরও পড়ুন: বাড়ছে আতঙ্ক! এবার অ্যাডিনোরও পভাইরাসে মৃত্যু কলকাতার আড়াই বছরের শিশুর

advertisement

আর চারদিন পরেই রায়পুরে শুরু হতে চলেছে কংগ্রেসের প্লেনারি মিট। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতাদের বাড়িতে এভাবে ইডির হানার ঘটনা নিচুস্তরের কর্মীদের মনোবল ভেঙে দিতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে, বাঘেলের মন্তব্য, "দেশের মূল ইস্যু থেকে জনসাধারণের মন ঘোরাতে বিজেপি এই ধরনের কাজ করলেও, আদতে তাদের কোনও লাভ হবে না। আমরা লড়ব এবং জিতব।"

advertisement

আরও পড়ুন: ডিএ নিয়ে আন্দোলনে কড়া রাজ্য, এবার শিক্ষক-শিক্ষিকাদের জন্যেও নির্দেশিকা পর্ষদের

এদিন ছত্তীসগড়ের যে সমস্ত কংগ্রেস নেতার বাড়িতে ইডি-র হানা হয়েছে, তাঁদের মধ্যে হলেন দেবেন্দ্র যাদব, রামগোপাল আগরওয়াল, আর পি সিং।

ইডি-র অভিযোগ, খনি থেকে উত্তোলন করা প্রতি টন কয়লা থেকে লেভি নেওয়া হত ২৫ টাকা। সেই টাকা ধাপে ধাপে পৌঁছে যেত বিভিন্ন নেতার কাছে। লেভি-র অংশ নাকি পেতেন আইএএস, আইপিএস আধিকারিকেরাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রায় ১০০ কোটি টাকার এই কয়লা দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে ইডি। চলতি বছরের শেষের দিকেই ছত্তীসগড়ে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি ইচ্ছে করে সে রাজ্যে এজেন্সি তৎপরতা বাড়াচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের। ছত্তীসগড়ে বর্তমানে ক্ষমতায় কংগ্রেসের জোট সরকার।

বাংলা খবর/ খবর/দেশ/
Mining Scam || Chhattisgarh: ছত্তীসগড়েও কয়লা কেলেঙ্কারি! একাধিক কংগ্রেস নেতার বাড়িতে ইডি-র হানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল