TRENDING:

National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া এবং রাহুল গান্ধির বিরুদ্ধে চার্জশিট দিল ইডি! চলতি মাসেই শুনানির সম্ভাবনা

Last Updated:

National Herald Case: রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং স্যাম পিত্রোদার বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড এবং এসোসিয়েটেড জার্নালস লিমিটেড সংক্রান্ত মামলায় চার্জশিট দিল ইডি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং স্যাম পিত্রোদার বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড এবং এসোসিয়েটেড জার্নালস লিমিটেড সংক্রান্ত মামলায় চার্জশিট দিল ইডি।
সোনিয়া এবং রাহুল গান্ধি
সোনিয়া এবং রাহুল গান্ধি
advertisement

ইডির চার্জশিটে সুমন দুবে-সহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। ২৫ এপ্রিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এই মামলার শুনানি রয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির বিরুদ্ধে চার্জশিটগুলি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা সম্পূর্ণভাবে উন্মত্ত প্রতিহিংসা এবং ভয় দেখানোর রাজনীতি ছাড়া আর কিছুই নয়। পাশাপশি, তিনি ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি বাজেয়াপ্ত করাকে কেন্দ্র করে ইডির পদক্ষেপকে ‘রাষ্ট্র পরিচালিত অপরাধ’ বলে অভিহিত করেছেন।

advertisement

আরও পড়ুন: ফের রেল দুর্ঘটনা! বিকট শব্দ, লাইন থেকে ছিটকে গেল ট্রেনের দুটি কামরা, ব্যাহত রেল চলাচল

২০১৪ সালে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর দিল্লি আদালতে দ্বারা দায়ের করা একটি মামলার ভিত্তিতে ন্যাশনাল হেরাল্ড মামলা শুরু হয়। ২০২১ সালে তদন্তভার নেয় ইডি। হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে হওয়া এই মামলায় নাম জড়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধির।

advertisement

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের পাশের রাজ্যে শুরু তুষারপাত! গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন এই জায়গায়

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

নভেম্বর ২০২৩ সালের নভেম্বর মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এসোসিয়েটেড জার্নালস লিমিটেডের (AJL) ৬৬১ কোটি টাকার অস্থাবর সম্পত্তি এবং ৯০.২ কোটি টাকার শেয়ার বাজেয়াপ্ত করে। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং প্রবীণ আইনজীবী কপিল সিব্বল অভিযোগ করেছেন, সরকার কংগ্রেসকে ‘পঙ্গু’ করার চেষ্টা করছে। পাশাপাশি ইডির পদক্ষেপকে তিনি ‘গণতন্ত্রের উপর আক্রমণ’ বলে অভিহিত করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া এবং রাহুল গান্ধির বিরুদ্ধে চার্জশিট দিল ইডি! চলতি মাসেই শুনানির সম্ভাবনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল