TRENDING:

ED Arrests: তছরুপের অভিযোগে গুজরাতে গ্রেফতার বাহুবলী শাহ, 'ভয় দেখানোর রাজনীতি'! কটাক্ষ রাহুলের

Last Updated:

ED Arrests: ধৃতের পরিবারের বক্তব্য, সরকারের সমালোচনা করার জন্যই রোষানলে পড়তে হয়েছে। ১৯৩২ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে ওই সংবাদপত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার গুজরাতের এক ব্যবসায়ী। ধৃতের নাম বাহুবলী শাহ। তিনি গুজরাতের সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র ‘গুজরাত সমাচার’-এর সহ-মালিক।
ধৃত বাহুবলী শাহ
ধৃত বাহুবলী শাহ
advertisement

বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। তবে ওই ধৃতের পরিবারের বক্তব্য, সরকারের সমালোচনা করার জন্যই রোষানলে পড়তে হয়েছে। ১৯৩২ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে ওই সংবাদপত্র।

আরও পড়ুন: বিড়ালকে কেন বাঘের মাসি বলে জানেন? কখনও ভেবেছেন এর কারণ কী? উত্তর জানলে চমকে উঠবেন!

এই বিষয়ে ওই সংবাদপত্রের অন্যতম কর্ণধার শ্রেয়াংশ শাহ বলেন, ‘শুক্রবার বাহুবলী শাহকে একটি পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে। আমাদেরকে টার্গেট করা হয়েছে।’ গুজরাত কংগ্রেসের প্রেসিডেন্ট শক্তিসিং গোহিলের বক্তব্য, ‘আয়কর দফতরের অভিযানের পর এবার ইডি বাহুবলী শাহকে গ্রেফতার করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কাগজের সমালোচনার জন্যই গ্রেফতার করা হয়েছে।’

advertisement

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-এর মুখ সোফিয়া কুরেশি, ভারতীয় অফিসারের স্বামী কে চেনেন?

গ্রেফতারের পর বাহুবলী শাহ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি বলেন, ‘বাহুবলী শাহের গ্রেফতারি আসলে সেই ভয় দেখানোর রাজনীতি। এটাই মোদি সরকারের পরিচিতি হয়ে উঠেছে। ‘গুজরাত সমাচার’-এর মুখ বন্ধ করার এই চেষ্টা শুধু একটি সংবাদপত্রকে দমানোর চেষ্টা নয়, এটা দেশের গণতন্ত্রের উপর আঘাত।’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ED Arrests: তছরুপের অভিযোগে গুজরাতে গ্রেফতার বাহুবলী শাহ, 'ভয় দেখানোর রাজনীতি'! কটাক্ষ রাহুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল