Viral News: বিড়ালকে কেন বাঘের মাসি বলে জানেন? কখনও ভেবেছেন এর কারণ কী? উত্তর জানলে চমকে উঠবেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral News: শুধু কি এটা একটা প্রচলিত কথা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। বিড়ালকে হঠাৎ বাঘের মাসি কেন বলা হয়? কী এমন রয়েছে, জানুন
কুকুরের মতোই পোষ্য হিসেবে আমাদের খুবই জনপ্রিয় বিড়াল। অনেকেই বাড়িতে বিড়াল পোষেন, অনেকে আবার পাড়াল বিড়ালদেরও ঘরের লোকের মতোই যত্ন নেন। আমরা হামেশাই একটা কথা বলে থাকি যে, বাঘের মাসি বিড়াল। কিন্তু কোনওদিন কি এটা ভেবে দেখেছেন যে, বিড়ালকে বাঘের মাসি কেন বলা হয়? সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন খুবই জনপ্রিয়। (Image - Social Media)
advertisement
শুধু কি এটা একটা প্রচলিত কথা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। বিড়ালকে হঠাৎ বাঘের মাসি কেন বলা হয়? কী এমন রয়েছে, যে বিড়ালের মতো ছোট্ট একটি প্রাণীকে বাঘের সঙ্গে একই গোত্রে ফেলা হয়? (Image - Social Media)
advertisement
বিড়ালকে বাঘের মাসি বলা হয় ঠিকই, কিন্তু বিড়াল আসলে বাঘের মাসি নয়। বিড়াল ৯৫ শতাংশ বাঘই। বাঘের মধ্যেকার শুধু চারিত্রিক স্বভাবই যে বিড়ালের সঙ্গে মেলে তা কিন্তু নয়। (Image - Social Media)
advertisement
বাঘের শারীরিক এবং জেনেটিক মিলও রয়েছে বিড়ালের সঙ্গে। পরীক্ষা করে দেখা গিয়েছে, আপনার আমার বাড়িতে পোষা বিড়ালটির মধ্যে ৯৫.৬% ডিএনএ রয়েছে বাঘের। (Image - Social Media)
advertisement
আবার অনেকে বলেন, বিড়াল বাঘের মতোই অনেক চালাক। বিড়াল প্রায় ১২ হাত লাফাতে পারে, বিড়াল একবার কারও টুটি ধরলে তাকে জীবিত ছাড়ে না। এই জন্য বিড়ালকে বাঘের মাসি বলা হয়, কারণ বাঘের চরিত্রের সঙ্গে বিড়ালের খুবই মিল। (Image - Social Media)
advertisement