TRENDING:

Viral Cheque: সেভেন হল saven, চেক লিখলেন স্কুলের প্রধান শিক্ষক! বানান দেখে থ ব্যাঙ্ক

Last Updated:

এই ঘটনা হিমাচল প্রদেশের একটি স্কুলে৷ জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর এই চেক লেখা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেক লিখেছিলেন সরকারি স্কুলের প্রধান শিক্ষক৷ কিন্তু ব্যাঙ্ক থেকে বাউন্স করল সেই চেক৷ কারণ চেক-এ ইংরেজি বানানের যে নুমুনা দেখা গিয়েছে, তাতে চোখ কপালে উঠতে বাধ্য৷
ভাইরাল সেই চেকের ছবি৷
ভাইরাল সেই চেকের ছবি৷
advertisement

জানা গিয়েছে, এই ঘটনা হিমাচল প্রদেশের একটি স্কুলে৷ জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর এই চেক লেখা হয়৷ অট্টর সিং নামক একজন শ্রমিকক ওই চেক দেওয়া হয়েছিল৷ কিন্তু ব্যাঙ্ক থেকে সেই চেক ফিরিয়ে দেওয়া হয়৷

ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, চেকের মাধ্যমে ওই শ্রমিককে ৭৬১৬ টাকা দেওয়া হয়েছিল৷ কিন্তু সেই ওই টাকার অঙ্ক বোঝাতে যে ইংরেজি বানান লেখা হয়েছে, তা দেখেই আঁতকে উঠেছেন সবাই৷

advertisement

কারণ চেকে ইংরেজির seven-কে লেখা হয়েছে saven, thousand হয়ে গিয়েছে thursday ৷ six বানান ঠিক লিখলেও hundred হয়ে গিয়েছে harendra ৷ সব শেষে sixteen হয়ে গিয়েছে sixty ৷

তবে মাধ্যমিক স্তরের ওই স্কুলটির প্রধান শিক্ষকই এমন ভয়াবহ বানান লিখেছেন কি না তা অবশ্য নিশ্চিত নয়৷ তবে ভিডিও দেখার পর সমাজমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, নিজে ওই চেক না লিখলেও চেকে সই করার সময় কেন ওই প্রধান শিক্ষকের এমন ভুল বানান কেন চোখে পড়ল না? এই ভুলে ভরা চেক দেখে অনেকেই শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন তুলেছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Cheque: সেভেন হল saven, চেক লিখলেন স্কুলের প্রধান শিক্ষক! বানান দেখে থ ব্যাঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল