কমিশনের মতে, গত ২০০৫ সাল থেকে নির্বাচনে অংশগ্রহণ না করায় এই ২০০টি রাজনৈতিক দলকে তালিকা থেকে সরানো হয়েছে। কিন্তু, বেশিরভাগ রাজনৈতিক দলের অস্তিত্বই কাগজেকলমে রয়ে গিয়েছে। নোটবাতিলের পর, তারা কালো টাকা সাদা করতে নেমে পড়েছে বলে সন্দেহ কমিশনের। তাই আয়কর বিভাগকে ওই রাজনৈতিক দলগুলির তালিকাও পাঠাতে চলেছে নির্বাচন কমিশন।
বর্তমানে কমিশনের হিসাব অনুযায়ী ৫৮টি রাজ্য দল, ৭টি জাতীয় দল ও ১৭৬৮টি সাধারণ দল রয়েছে ৷ এর মধ্যে ২০০৫ সালের পরবর্তী সময় নির্বাচনে অংশ গ্রহণ করেনি এমন ২০০টি দলকে চিহ্নিত করেছে কমিশন ৷
advertisement
নির্বাচনের সময় রাজনৈতিক দলের আশ্রয় নিয়ে কালো টাকা সাদা করার প্রচেষ্টায় এবার লাগাম টানতে চায় নির্বাচন কমিশন ৷ ভোটের ময়দানে পার্টি ফাণ্ডে দান হিসাবে কালো টাকার ব্যবহার বন্ধ করতে একটি সংশোধনী প্রস্তাব পেশ করেছে EC ৷ সংশোধনী অনুযায়ী রাজনৈতিক দলগুলি ২০০০ টাকার বেশি বেনামী অনুদান গ্রহণ করতে পারবে না ৷