TRENDING:

Earthquake: ভূমিকম্পে কাঁপল মেঘালয়, পশ্চিমবঙ্গ! কম্পণ অনুভূত ঢাকাতেও

Last Updated:

Earthquake: বাংলাদেশের রাজধানী ঢাকা সহ একাধিক এলাকায় কম্পণ অনুভূত হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেঘালয়: সোমবার সন্ধ্যায় কেঁপে উঠল রাজ্যের বেশ কিছু অংশ। সেই সঙ্গে পড়শি দেশ বাংলাদেশ এবং নেপালেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পণের মাত্রা, ৫.৩। জানা গিয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকা সহ একাধিক এলাকায় কম্পণ অনুভূত হয়।
ভূমিকম্পের কাঁপল মেঘালয়, পশ্চিমবঙ্গ
ভূমিকম্পের কাঁপল মেঘালয়, পশ্চিমবঙ্গ
advertisement

advertisement

পাশাপাশি নেপালের বেশ কিছু অংশ ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জেলায় কম্পণ অনুভূত হয়েছে। এর সঙ্গে দেশের উত্তর পূর্বের বেশ কিছু রাজ্যেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্প কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। মেঘালয়ের নর্থ গাড়ো হিলস হচ্ছে ভূমিকম্পের উৎসস্থল।

advertisement

গত মাসেই ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৩.৩৯ মিনিটে আন্দামান সাগরে ভূমিকম্প হয়৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল আন্দামান সাগরের ৯৩ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন, বাংলার বঞ্চিতদের নিয়ে দিল্লিতে তৃণমূল, দুপুরে রাজঘাটে ধর্না, আজ কী ঘটতে চলেছে?

advertisement

আরও পড়ুন, ৭ জেলায় পরিস্থিতির অবনতি! ছুটির দিনে আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যসচিব

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর আগে ভূমিকম্পে কেঁপে ওঠে মণিপু। জানা যায়, রাত ১১ টা নাগাদ আচমকা কেঁপে ওঠে মণিপুরের উখরুল জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। উখরুল ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে এর উৎসস্থল ছিল। একের পর এক ভূমিকম্পে আশঙ্কা বাড়ছে৷ ঠিক এর কয়েক সপ্তাহের মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Earthquake: ভূমিকম্পে কাঁপল মেঘালয়, পশ্চিমবঙ্গ! কম্পণ অনুভূত ঢাকাতেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল