advertisement
পাশাপাশি নেপালের বেশ কিছু অংশ ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জেলায় কম্পণ অনুভূত হয়েছে। এর সঙ্গে দেশের উত্তর পূর্বের বেশ কিছু রাজ্যেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্প কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। মেঘালয়ের নর্থ গাড়ো হিলস হচ্ছে ভূমিকম্পের উৎসস্থল।
গত মাসেই ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৩.৩৯ মিনিটে আন্দামান সাগরে ভূমিকম্প হয়৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল আন্দামান সাগরের ৯৩ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন, বাংলার বঞ্চিতদের নিয়ে দিল্লিতে তৃণমূল, দুপুরে রাজঘাটে ধর্না, আজ কী ঘটতে চলেছে?
আরও পড়ুন, ৭ জেলায় পরিস্থিতির অবনতি! ছুটির দিনে আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যসচিব
এর আগে ভূমিকম্পে কেঁপে ওঠে মণিপু। জানা যায়, রাত ১১ টা নাগাদ আচমকা কেঁপে ওঠে মণিপুরের উখরুল জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। উখরুল ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে এর উৎসস্থল ছিল। একের পর এক ভূমিকম্পে আশঙ্কা বাড়ছে৷ ঠিক এর কয়েক সপ্তাহের মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়।