বুধবার মাঝরাতে কেঁপে উঠল অসম। জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার রাত ২টো ২৫ নাগাদ ভূ-কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ১৬ কলোমিটার গভীরে। এখনও পর্যন্ত বিরাট ক্ষয়ক্ষতির সেভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।
advertisement
advertisement
গভীর রাতে অসমের বাসিন্দারা খন ঘুমিয়ে ছিলেন তখনই তাঁরা টের পান যে কম্পন হচ্ছে। এই ভূমিকম্প অনুভূত হয় গুয়াহাটি শহর ছাড়াও অসমের অনেক জায়গাতেই। আতঙ্কে অনেকেই ঘরের বাইরে চলে আসেন। এর আগে, গত মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভূ-কম্পন অনুভূত হয়েছিল। গত সপ্তাহে তিন ঘণ্টারও কম সময়ে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি, বিহার, অসম ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চল।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2025 8:01 AM IST