আরও পড়ুন- দায়িত্ব নিয়েই মোদিকে ধন্যবাদ জ্ঞাপন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের!
ভারতের বেশ কয়েকটি অংশ তীব্র তাপপ্রবাহের জেরে একেবারে নাজেহাল। বর্ষার পূর্বাভাস সেই ফোস্কা পড়া গরমের হাত থেকে কিঞ্চিৎ স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে। আগামী পাঁচ দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক হারে হাল্কা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে আশা করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, ১৫ মে এবং ১৬ মে দক্ষিণ আন্দামান সাগরে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে, একই সঙ্গে ঝড়ো আবহাওয়ারও সম্ভাবনা রয়েছে।
advertisement
অন্যদিকে, স্কাইমেট জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪ মাস ধরে স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিয়েছে। এই নিয়ে টানা চার বছর স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষা হবে এই দেশে। কেরলে বর্ষার স্বাভাবিক সূচনার সময় হল ১ জুন।
আরও পড়ুন- "দলে শিগগিরই পরিবর্তন দরকার": কংগ্রেসের চিন্তন শিবিরে মত সনিয়া গান্ধির
টাইমস নাওয়ের একটি প্রতিবেদন অনুসারে, উত্তর-পূর্বের রাজ্য অসম এবং মেঘালয়ে ১২ মে থেকে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ১২ মে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ১৩-১৬ মে এর মধ্যে ভারী থেকে খুব ভারী বর্ষণ হতে পারে। কেরল, মাহে এবং লাক্ষাদ্বীপে আগামী পাঁচ দিনে মোটামুটি হালকা বৃষ্টিপাত হবে।