TRENDING:

Saugata Roy: অধিবেশন চলাকালীন হঠাৎ অসুস্থ সৌগত রায়, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল রাম মনোহর লোহিয়া হাসপাতালে

Last Updated:

সংসদে চলছিল অধিবেশন আর সেখানে হঠাৎই অসুস্থ বোধ করছিলেন সৌগত রায়। অসুস্থতার সঙ্গেই তাঁর কোমরে চোট রয়েছে। জানা গিয়েছে, আজ বেল্ট পরে না আসায় কোমরে ব্যথা বাড়ছিল সৌগত রায়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সংসদে চলছিল অধিবেশন আর সেখানে হঠাৎই অসুস্থ বোধ করছিলেন সৌগত রায়। অসুস্থতার সঙ্গেই তাঁর কোমরে চোট রয়েছে। জানা গিয়েছে, আজ বেল্ট পরে না আসায় কোমরে ব্যথা বাড়ছিল সৌগত রায়ের।
অধিবেশন চলাকালীন হঠাৎ অসুস্থ সৌগত রায়। (প্রতীকী ছবি)
অধিবেশন চলাকালীন হঠাৎ অসুস্থ সৌগত রায়। (প্রতীকী ছবি)
advertisement

বিকেলের দিকে অবস্থা আরও বাড়তে থাকে। প্রচণ্ড ঘামতে থাকার ফলে তিনি অসুস্থবোধ করেন। এরপরেই তাঁকে অ‍্যাম্বুল‍্যান্সে করে সংসদের অ‍্যানেক্সে ভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। এছাাড়ও জানা গিয়েছে, তাঁকে কার্ডিওলজিস্ট দেখবেন। তাঁর ইসিজি করা হয়েছে তা ঠিক আছে বলেই জানা গিয়েছে। এমনিতে সৌগত রায় স্থিতিশীল আছেন বলেই খবর। আরও কিছু টেস্ট করা হবে বলে জানানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: ধেয়ে আসছে ‘অশনি’, এবার আরও ভয়ঙ্কর…! ‘লা নিনা’ নিয়ে আবহাওয়ার হাড়হিম সতর্কবাণী

সূত্রের খবর, ইতিমধ্যেই দলের বিভিন্ন নেতা-নেত্রীরা হাসপাতালে পৌঁছেছেন। হাসপাতালে আছেন, আবু তাহের, অসিত মাল, প্রতিমা মন্ডল, জুন মালিয়ারা। কল‍্যাণ বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন হাসপাতালে।

আরও পড়ুন: ভয়ঙ্কর ডাকাতি! তানিষ্কের দোকান থেকে ২৫ কোটি টাকার গয়না লুট! দেখুন ভিডিও…

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শেষ খবর পাওয়া অনুযায়ী, শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর রাম মনোহর লোহিয়া হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সৌগত রায়কে। লোধি এস্টেটে নিজের বাসভবনে ফিরছেন তিনি।

বাংলা খবর/ খবর/দেশ/
Saugata Roy: অধিবেশন চলাকালীন হঠাৎ অসুস্থ সৌগত রায়, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল রাম মনোহর লোহিয়া হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল