আরও পড়ুন- হুইলচেয়ারে বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম, আশীর্বাদ গ্রহণ নরেন্দ্র মোদির! কে এই নবতিপর?
পুলিশ সূত্রের খবর, আগ্রার এক দম্পতি তাঁদের দুই সন্তানকে নিয়ে ৩০ জুন এসেছিলেন এবং পরের দিনই মন্দিরের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করেন। খচ্চরে চড়ে গৌরীকুণ্ড থেকে ভীমবালি পৌঁছনোর পর ওই দম্পতি তাঁদের ছোট ছেলে শিভয় গুপ্ত ক্লান্ত হয়ে পড়ায় তাঁর জন্য একটি পিঠু ভাড়া করেন। পরিবারের বাকি সদস্যরা পায়ে হেঁটেই ট্রেক করতে থাকেন। তাঁদের ছাড়িয়ে পিঠুটি এগিয়ে গিয়েছিল বেশ অনেকটাই, জানিয়েছে পুলিশ।
advertisement
“আচমকাই বাচ্চাটি পিঠু থেকে গভীর খাদে পড়ে যায়। ওই শ্রমিক আতঙ্কিত হয়ে পালিয়েছে বলে জানা গিয়েছে। বাচ্চা ছেলেটি ওই গভীর খাদে পড়ে আর বাঁচতে পারেনি,” জানানে পুলিশের এক কর্মকর্তা। এখনও শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। পরিবারের দেওয়া বিবরণের উপর নির্ভর করে তল্লাশি চলছে।
আরও পড়ুন- বিচিত্র! উদ্ধব ঠাকরেকে সমর্থন করে কান্না! চোখ মুছেই শিন্ডে শিবিরে যোগ বিধায়কের
খবর পেয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে। শিশুর পরিবারের দায়ের করা একটি লিখিত অভিযোগের ভিত্তিতে, ওই শ্রমিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ (অবহেলায় মৃত্যু ঘটানো) ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশের দলও মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ সমস্ত তীর্থযাত্রীদের কাছে আবেদন করেছে যাতে খচ্চরে চড়া বা পিঠুদের কাছে যাওয়ার আগে তাঁরা তাঁদের সঠিক পরিচয়পত্র দেখে নেন।