যার কারণে গোদাবরীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ ফলে প্রশাসনের তরফ থেকে নাগরিকদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে৷
আরও পড়ুন: ‘‘এখানে বিপর্যয় ঘটে গিয়েছে’’ ভূমিধসের খবর দেন নিথু জোজো, বাঁচা হল না তাঁরও
একজন প্রশাসন আধিকারিক বলেছেন, মহারাষ্ট্রের নাসিকে অবিরাম বৃষ্টিপাতের জন্য গঙ্গাপুর বাঁধ থেকে প্রায় ৪,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে৷ বিকেল ৪টের সময় এই জল ছাড়া হয়েছিল৷ এই গঙ্গাপুর বাঁধ নাসিক জেলায় জল সরবরাহ করে৷
advertisement
জল ছাড়ার কারণে, গোদাবরীতে জলের স্তর অনেক বৃদ্ধি পেয়েছে৷ ফলে বেশ কিছু গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ ফলে প্রশাসনের তরফ থেকে নাসিক জেলার আশেপাশের শহর ও গোদাবরীর তীরে বসবাসকারী বাসিন্দাদের জরুরি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে৷
রবিবার, নাসিকের রামকুন্ড, গোদাঘাটের মন্দিরগুলোও জলে ডুবে গিয়েছে৷ বিকেলে বিখ্যাত দুতন্ড্যা মূর্তির কোমর পর্যন্ত জল পৌঁছে গিয়েছিল৷
নাসিক জেলা জুড়ে জুন মাস থেকে এখনও পর্যন্ত ৪৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে৷