TRENDING:

Nashik On Alert: গোদাবরীর জলস্তর বিপদসীমার উপরে, বিস্তীর্ণ গ্রাম জলের তলায় , নাসিক জুড়ে জারি সতর্কতা

Last Updated:

একজন প্রশাসন আধিকারিক বলেছেন, মহারাষ্ট্রের নাসিকে অবিরাম বৃষ্টিপাতের জন্য গঙ্গাপুর বাঁধ থেকে প্রায় ৪,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে৷ বিকেল ৪টের সময় এই জল ছাড়া হয়েছিল৷ এই গঙ্গাপুর বাঁধ নাসিক জেলায় জল সরবরাহ করে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাসিক: সারা রাজ্যে জুড়ে বন্যা পরিস্থিতি৷ তবে কেবল রাজ্য নয়, একই সমস্যা সারা দেশ জুড়ে৷ বেশ কয়েকদিন আগে থেকেই মুম্বই-সহ সমগ্র মহারাষ্ট্র জুড়ে লাগাতার বৃষ্টিপাত হয়েছে৷
বিকেলে বিখ্যাত দুতন্ড্যা মূর্তির কোমর পর্যন্ত জল পৌঁছে গিয়েছিল৷ (Image: ANI)
বিকেলে বিখ্যাত দুতন্ড্যা মূর্তির কোমর পর্যন্ত জল পৌঁছে গিয়েছিল৷ (Image: ANI)
advertisement

যার কারণে গোদাবরীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ ফলে প্রশাসনের তরফ থেকে নাগরিকদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে৷

আরও পড়ুন: ‘‘এখানে বিপর্যয় ঘটে গিয়েছে’’ ভূমিধসের খবর দেন নিথু জোজো, বাঁচা হল না তাঁরও

একজন প্রশাসন আধিকারিক বলেছেন, মহারাষ্ট্রের নাসিকে অবিরাম বৃষ্টিপাতের জন্য গঙ্গাপুর বাঁধ থেকে প্রায় ৪,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে৷ বিকেল ৪টের সময় এই জল ছাড়া হয়েছিল৷ এই গঙ্গাপুর বাঁধ নাসিক জেলায় জল সরবরাহ করে৷

advertisement

আরও পড়ুন: গন্ডাতুইসা মহকুমার সার্বিক উন্নয়নে ২৩৯ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ, অশান্ত বরদাস্ত করব না, ঘোষণা মাণিক সাহার

জল ছাড়ার কারণে, গোদাবরীতে জলের স্তর অনেক বৃদ্ধি পেয়েছে৷ ফলে বেশ কিছু গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ ফলে প্রশাসনের তরফ থেকে নাসিক জেলার আশেপাশের শহর ও গোদাবরীর তীরে বসবাসকারী বাসিন্দাদের জরুরি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে৷

advertisement

রবিবার, নাসিকের রামকুন্ড, গোদাঘাটের মন্দিরগুলোও জলে ডুবে গিয়েছে৷ বিকেলে বিখ্যাত দুতন্ড্যা মূর্তির কোমর পর্যন্ত জল পৌঁছে গিয়েছিল৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নাসিক জেলা জুড়ে জুন মাস থেকে এখনও পর্যন্ত ৪৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Nashik On Alert: গোদাবরীর জলস্তর বিপদসীমার উপরে, বিস্তীর্ণ গ্রাম জলের তলায় , নাসিক জুড়ে জারি সতর্কতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল