ফায়ার অ্যন্ড রেসকিউ, সিভিল ডিভেন্স, এনডি আর এফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দল মিলিয়ে প্রায় ২৫০ জন কর্মী ক্ষতিগ্রস্ত অঞ্চলে কাজ করছেন৷ উদ্ধারকার্যে ড্রোনের ব্যবহার করা হচ্ছে৷
আরও পড়ুন: কেরলের ভূমিধ্বসে মৃত বেড়ে ৪৫, আহতের সংখ্যা ৭০ এরও বেশি, উদ্ধার কার্যে ড্রোনের ব্যবহার
প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে ১২২ মাদ্রাস ব্যাটেলিয়ান থেকে সেকেন্ড ইন কমান্ডের নেতৃত্বে ৪৩ জনের দল উদ্ধার কার্যে সাহায্যের জন্য কেরল পৌঁছে গিয়েছে৷
আরও পড়ুন: কেরলের ধ্বসে নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, উদ্ধারকার্যে ভারতীয় সেনা৷
খবর পাওয়া যাচ্ছে মুন্ডাকাইতে ব্রিজ ভেল্লামালার এক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মল্লমপুরের চালিয়া নদীথেকে ভূমিধ্বসে আটকে পড়া মাানুষের মধ্যে অন্তত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে৷ তার মধ্যে তিন শিশুর মৃতদেহও রয়েছে৷
কেরলে অবিরাম বৃষ্টিপাতের কারণে রাজ্যের বেশ কিছু অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷ কাসারগোড, কান্নুর, কোট্টায়াম পজেলায় সমস্ত স্কুল, কলেজে ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷
সাম্প্রতিক রাডারের চিত্র অনুযায়ী, এখনও কেরলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে৷ এর সঙ্গে প্রতি ঘণ্টায় প্রায় ৫০ কিমি বেগে হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে৷