সুরজপুর জেলার রামপুর গ্রামে পুতুলের এই জাঁকজমকপূর্ণ বিয়ের ঐতিহ্য গত ৫০ বছর ধরে চলে আসছে। আগে এটি শুধুমাত্র শিশুদের মধ্যে সীমাবদ্ধ ছিল। ছেলেমেয়েরা খেলতে গিয়ে পুতুলের বিয়ে দিত। এ বছর থেকে ওই শিশুদের পরিবার ও গ্রামবাসীরাও এই বিয়েতে অংশগ্রহণ করে। একটি জমকালো আয়োজনে পরিণত হয়েছে এই অনুষ্ঠান। একটি অনন্য বিয়েতে, পুতুলকে বর-কনের মতোই সাজানো হয়। বিয়ের জন্য প্রস্তুত হয় মণ্ডপ। বিয়েতে শত শত মানুষ অংশগ্রহণ করে বিয়ে সম্পন্ন করে।
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশ করতেই হবে, সদ্যোজাতকে কোলে নিয়েই হাসাপাতালের বিছানায় অঙ্ক কষলেন সবিতা! দেখুন
সুরজপুর থেকে ৭ কিলোমিটার দূরে রামপুর গ্রামে ১৭ মার্চ থেকে তিন দিনব্যাপী পুতুলের বিয়ের আয়োজন করা হয়। এ বিয়েতে গ্রামের শতাধিক নারী-পুরুষ ও শিশু অংশ নেয়। বিয়ের প্রথম দিনে বিয়ের জন্য বাঁশের মণ্ডপ তৈরি করা হয়। শাড়ি দিয়ে সাজানো হয়। দ্বিতীয় দিনে পুতুলের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃতীয় দিন, রবিবার পুতুলের মিছিল করে বর-কনের বিয়ে সম্পন্ন হয়।
আরও পড়ুন: পায়ে লেখা নাম-মোবাইল নম্বর, রহস্যজনক পায়রাকে ঘিরে তোলপাড় পশ্চিমবঙ্গ!
বিয়ের অনুষ্ঠানে সবাইকে ডিজে বাজিয়ে নাচতে দেখা যায়। এবং সন্ধ্যায় গ্রামের লোকজনও বড় করে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। পুতুলের এই জমকালো বিয়ে দেখে অনেকেই এই বিয়ের প্রশংসা করেছেন।
নিখিল মিশ্র