কুকুরপ্রেমী দম্পতি বলরাজ ঝালা ও তাঁর স্ত্রী মিলে এই ধাবা শুরু করেছেন। এই ধাবায় খাওয়া থাকার পাশাপাশি উদযাপন করা যাবে পোষা কুকুরের জন্মদিনও। নিয়ে যাওয়া যাবে পার্সেল করেও।
আরও পড়ুন : দেখে না দুই ছেলে, ভিক্ষাজীবী বৃদ্ধ তিলে তিলে সঞ্চিত ৫০ লক্ষ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে
advertisement
কোভিড অতিমারি পর্বে এই ধাবার পরিকল্পনা আসে বলরাজের মনে। সে সময় সামান্য খাবারের জন্য কুকুরদের আর্তি নরম করে ছিল তাঁর মনকে। পাশাপাশি, রাস্তায় বেরলেই তিনি পথের কুকুরদেরও খাওয়ান। বলেছেন, "আমি বরাবরই কুকুরপ্রেমী। ২০১৯ সালে আমি একটি হোটেলে চাকরি করতাম। রাতে বাড়ি ফেরার সময় পথের কুকুরদের খাওয়াতাম। তখনই কুকুরদের জন্য ধাবা খোলার পরিকল্পনা আসে। অবশেষে ২০২০ সালে স্ত্রীর সঙ্গে মিলে তিনি সেই ডগি ধাবা শুরু করেন। "
আরও পড়ুন : বিয়ের মাঝে হৃদরোগ, ছাদনাতলাতেই নিথর বধূবেশী দিদি, বোনের সঙ্গে বিয়ে হল পাত্রের
সাধারণ খাবার থেকে শুরু করে বিশেষ লোভনীয় খাবার-কুকুরদের জন্য অমিষ ও নিরামিষ সব রকমের খাবার পাওয়া যায় এই ধাবায়। দাম, ৭ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত। তাদের জন্মদিন উদযাপনে পাওয়া যায় কাস্টমাইজড কেকও। পালক বা মালিকের সঙ্গে পোষ্য সারমেয় এখানে থাকতেও পারবে। তাদের সবরকম সুবিধার দিকে খেয়াল রাখা হয়।