TRENDING:

দরজা বন্ধ করে দিয়েছেন পাকিস্তানের সীমা হায়দার! উত্তর দিচ্ছেন না স্বামী সচিন, এবার কি পাকিস্তানে ফিরে যেতে হবে?

Last Updated:

কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর তলানিতে ঠেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এবার কি পাকিস্তানেই ফেরত যেতে হবে সীমাকেও?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা: ভারতের সচিন মীনাকে ভালবেসে পাকিস্তান ছেড়ে চলে এসেছিলেন সীমা হায়দার। কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর তলানিতে ঠেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এবার কি পাকিস্তানেই ফেরত যেতে হবে সীমাকেও?
বন্ধ ঘরে রয়েছেন পাকিস্তানের সীমা হায়দার! উত্তর দিচ্ছেন না স্বামী সচিন, তাহলে কি এবার ফিরে পাকিস্তানের ফিরে যেতে হবে?
বন্ধ ঘরে রয়েছেন পাকিস্তানের সীমা হায়দার! উত্তর দিচ্ছেন না স্বামী সচিন, তাহলে কি এবার ফিরে পাকিস্তানের ফিরে যেতে হবে?
advertisement

এই প্রশ্নের উত্তর অনেকেই জানতে চান। এই মুহূর্তে সচিনের সঙ্গেই নয়ডায় থাকেন সীমা। কিছুদিন আগেই জন্ম হয়েছে তাদের সন্তানের। তবে সূত্রের খবর নিজেকে ঘরে বন্ধ করে রেখেছেন সীমা।

আরও পড়ুন: ভ‍্যাপসা গরম, দু’দিন যেতে না যেতেই কালো হয়ে যাচ্ছে কলা? এইভাবে রাখলে ৭ দিন পরেও দিব‍্যি থাকবে টাটকা

advertisement

জানা গিয়েছে মিডিয়া থেকে এই পরিস্থিতিতে আড়ালেই থাকতে চাইছেন সচিন-মীনা। মিডিয়ার কোনও প্রশ্নের উত্তর দিতে চাইছেন না দম্পতির কেউই।

আরও পড়ুন: সূর্য-চন্দ্রের মহামিলন! হিরের মতো চমকে উঠবে ৫ রাশির কপাল, টাকাপয়সা-সোনাদানার বন‍্যা, চাকরিতে প্রোমোশন পাকা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পহেলগাঁওকে সন্ত্রাসবাদী হামলার পর ভারত সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়তে হবে। কিন্তু পাকিস্তানের নাগরিক সীমাকেও কি ফিরতে হবে ভারতে? তবে এখনও মুখ খোলেননি সচিন-সীমা কেউই।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দরজা বন্ধ করে দিয়েছেন পাকিস্তানের সীমা হায়দার! উত্তর দিচ্ছেন না স্বামী সচিন, এবার কি পাকিস্তানে ফিরে যেতে হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল