তবু তাঁরাও তো মানুষ । দিনের পর দিন একই কাজ করতে করতে বিষন্নতা, অসহিষ্ণুতা গ্রাস করছে তাঁদেরও । ফলে মেজাজ হারাচ্চেন তাঁরা । এমনই এক ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে । উত্তরপ্রদেশের রামপুর জেলার সদর হাসপাতালে এই ঘটনা ঘটেছে । ওই হাসপাতালে এক করোনা রোগীর মৃত্যুর পর এক নার্স হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গিয়েছিলেন মৃত্যুর শংসাপত্র নিয়ে আসতে । ডাক্তারকে তিনি অনুরোধ করেন শংসাপত্র লিখে দেওয়ার জন্য । কিন্তু কাজের মধ্যে ব্যস্ত থাকায় ওই চিকিৎসক বিষয়টি এড়িয়ে যান । নার্সকে দেখা যায় চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে। এরপরেই ধৈর্য্য হারান ওই মহিলা । সপাটে চড় কষিয়ে দেন চিকিৎসকের গালে । পাল্টা চিকিৎসকও ঘুষি মারেন নার্সকে ।
advertisement
রামপুর পুলিশ জানিয়েছে যে কোনও অভিযোগ পাওয়া যায়নি, জেলা ম্যাজিস্ট্রেট রামজি মিশ্র ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, "আমি তাদের দু'জনের সঙ্গেই কথা বলেছি। তাঁরা বলেছেন যে তাঁরা ওপর দিয়ে খুব কাজের চাপ যাচ্ছে। তবুও, আমরা ঘটনার তদন্ত করব এবং দুজনের সঙ্গেই পুনরায় কথা বলা হবে।"