শুধু তাই নয়, যেভাবে দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ার পরে কার্যত ঘুরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা তিনি করেছেন, তাতেও যে দলের শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ, এ দিন সেই বার্তাও দিয়ে দেওয়া হয়েছে দিলীপকে৷
আজই দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ছিল৷ যদিও সেখানে যাওয়ার কথা থাকলেও যাননি দিলীপ৷ তার বদলে তাঁকে দিল্লিতে ডেকে পাঠান দলের সর্বভারতীয় সভাপতি৷ প্রথমে সকালে নাড্ডার বাসভবনে গিয়ে ফিরে আসেন দিলীপ৷ কারণ তখন সেই সময় অন্য কর্মসূচিতে ব্যস্ত ছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি৷ এর পর বিকেলে ফের নাড্ডার বাসভবনে যান তিনি৷
advertisement
প্রায় এক ঘণ্টার বৈঠকের পর নাড্ডার বাসভবন থেকে বেরোন দিলীপ ঘোষ৷ যদিও বৈঠক প্রসঙ্গে কিছু বলতে চাননি তিনি৷ প্রাক্তন সাংসদ শুধু বলেন,প্রচুর গল্প হল৷
যদিও সূত্রের খবর, দিলীপের সাম্প্রতিক কার্যকলাপ এবং মন্তব্যে যে তিনি এবং দলের শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ, এ দিন দিলীপকে সেই বার্তাই দিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ সংবাদমাধ্যমের সামনে মুখ না খোলার নির্দেশ দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেও বিপাকে দিলীপ। দলকে বিড়ম্বনায় পড়তে হয়, এমন কোনও মন্তব্য অথবা কাজ করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে।
