পটনা: ভোটের বাকি আর মাত্র এক সপ্তাহ, তার আগেই রক্তাক্ত বিহার। বুধবার রাজ্যের মোকামা তাল অঞ্চলে জনসুরজ পার্টির প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ সহচর দুলারচাঁদ যাদবের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হলে গুলির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
advertisement
প্রত্যক্ষদর্শীদের মতে, জন সুরজ পার্টির প্রার্থী পীযূষ প্রিয়দর্শীর হয়ে প্রচারে গিয়েছিলেন দুলারচাঁদ। সেই সময় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গোষ্ঠীর মধ্যে। মুহূর্তেই শুরু হয় গুলি, পাল্টা গুলির লড়াই। একটি গুলি এসে বিঁধে যায় দুলারচাঁদের বুকে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক, জনতা ছুটে পালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
পুলিশ এখনও হত্যার নির্দিষ্ট কারণ জানাতে পারেনি। তবে সূত্রের খবর, ভোটপ্রচারের সময় থেকেই ওই এলাকায় উত্তেজনা বাড়ছিল। পুরনো শত্রুতা এবং রাজনৈতিক আধিপত্য বিস্তারের লড়াইয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মোকামা তাল অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন দুলারচাঁদ যাদব। এক সময় লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ এবং সক্রিয় আরজেডি কর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি। নয়ের দশকে তিনি প্রভাবশালী নেতা হিসেবে ওই এলাকায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন।
