নতুন প্রক্রিয়ায় আপনি বাড়িতে বসেই মোবাইল নম্বর ড্রাইভিং লাইসেন্স অথবা আরসি (RC)–র সঙ্গে লিংক করাতে পারবেন। এখন আর আপনাকে আরটিও (RTO) অফিসে যেতে হবে না। আপনি parivahan.gov.in ওয়েবসাইটে গিয়ে Authentication-এর মাধ্যমে এই লিঙ্ক করতে পারবেন। আজ আমরা আপনাদের এই প্রক্রিয়া সম্পর্কে বলব।
আরও পড়ুন- গাড়ির পিছনে ওঁৎ পেতে ছিল যমদূত! হঠাৎ কিশোরের হাতে ঝাঁপিয়ে পড়ল লেপার্ড! তারপর যা হল…
advertisement
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের পক্ষ থেকে গাড়ির মালিকদের একটি মেসেজ পাঠানো হচ্ছে। এই মেসেজে বলা হয়েছে, তাঁরা যেন তাদের নথিভুক্ত গাড়ির জন্য আধার প্রমাণ (Aadhaar Authentication) প্রক্রিয়া ব্যবহার করে মোবাইল নম্বর লিঙ্ক ও আপডেট করেন।
এর জন্য প্রথমে আপনাকে parivahan.gov.in ওয়েবসাইটে যেতে হবে। পোর্টালে দুটি আলাদা QR কোড দেওয়া থাকে—একটি গাড়ির (Vehicle) জন্য এবং অন্যটি ড্রাইভারের (Driver) জন্য। এই QR কোডগুলো স্ক্যান করে আপনি সহজেই আপনার মোবাইল নম্বর আপডেট করতে পারবেন।
অনেকেই পরিবহণ দফতরের তরফে একটি মেসেজ পেয়েছেন। অনেকে আবার হঠাৎ করে এই মেসেজ পাওয়ায় কিছুটা চিন্তার মধ্যে রয়েছেন। ভাবছেন, কীভাবে আপডেট করাতে হবে মোবাইল নম্বর ও আধার নম্বর! এই নিয়ে চিন্তার কিছু নেই। গোটা প্রক্রিয়া খুবই সহজ। আর বাড়িতে বসেই কাজটা করে ফেলতে পারবেন, কোনওরকম ঝামেলা ছাড়াই।