গাড়ির পিছনে ওঁৎ পেতে ছিল যমদূত! হঠাৎ কিশোরের হাতে ঝাঁপিয়ে পড়ল লেপার্ড! তারপর যা হল...

Last Updated:

বেঙ্গালুরুর ওয়াইল্ড লাইফ সাফারি যে মুহূর্তে বদলে যাবে বিভীষিকায় তা বুঝতে পারেননি কেউই। লেপার্ড আক্রমণে চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুর বানেরহাট্টা বায়োলজিক্যাল পার্কে।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর ওয়াইল্ড লাইফ সাফারি যে মুহূর্তে বদলে যাবে বিভীষিকায় তা বুঝতে পারেননি কেউই। লেপার্ড আক্রমণে চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুর বানেরহাট্টা বায়োলজিক্যাল পার্কে। শুক্রবার স্বাধীনতা দিবসের দিন বিকেলে এক ১৩ বছরের কিশোরের উপর আক্রমণ চালায় লেপার্ড। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। কর্ণাটক পোর্টফলিও থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। (এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা)
advertisement
advertisement
জানা গিয়েছে, বোমাসান্দ্রার বাসিন্দা ওই কিশোর তাঁর বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল। সেখানে সাফারি করার সময়েই দেখা যায়, রাস্তার ধারে বসে ছিল লেপার্ডটি। গাড়িটি এগিয়ে আসতেই তার পিছু নেয় লেপার্ডটি।
আরও পড়ুন: উৎসবের মাসেই মাথায় হাত সুরাপ্রেমীদের! কোন শহরে কবে কবে ‘ড্রাই ডে’? তালিকায় কি কলকাতাও?
এরপরেই দেখা যায় নন-এসি জাল দেওয়া একটি সাফারি বাসের উপর ঝাঁপিয়ে পড়ে সেটি। দুর্ভাগ্যবশত, কিশোরটির হাত সেই সময় বাইরে ছিল। জন্তুটির বড় বড় নখে মুহূর্তেই ক্ষতবিক্ষত হয়ে যায় কিশোরটির হাত। সঙ্গে সঙ্গেই তাঁকে নিকটবর্তী জিগানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
advertisement
এই প্রসঙ্গে ওই পার্কের ডিরেক্টর এভি সূর্য সেন বলেন, “কিশোর এবং তাঁর পরিবার নন-এসি বাসে করে সাফারি করছিলেন। সেই সময় লেপার্ড আক্রমণ করে। কিশোরের হাত বাইরে থাকায় লেপার্ড ওই হাতেই আক্রমণ করেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।”
আরও পড়ুন: প্রেমানন্দ মহারাজের শরীরে মারণ রোগ! ২টি কিডনিই ফেলিওর, তাহলে ১৯ বছর কী করে আছেন তিনি!
এই রকম ঘটনা এর আগেও সামনে এসেছে। এই বায়োলজিক্যাল পার্কে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। ফলে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনাগুলি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গাড়ির পিছনে ওঁৎ পেতে ছিল যমদূত! হঠাৎ কিশোরের হাতে ঝাঁপিয়ে পড়ল লেপার্ড! তারপর যা হল...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement