গাড়ির পিছনে ওঁৎ পেতে ছিল যমদূত! হঠাৎ কিশোরের হাতে ঝাঁপিয়ে পড়ল লেপার্ড! তারপর যা হল...
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বেঙ্গালুরুর ওয়াইল্ড লাইফ সাফারি যে মুহূর্তে বদলে যাবে বিভীষিকায় তা বুঝতে পারেননি কেউই। লেপার্ড আক্রমণে চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুর বানেরহাট্টা বায়োলজিক্যাল পার্কে।
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর ওয়াইল্ড লাইফ সাফারি যে মুহূর্তে বদলে যাবে বিভীষিকায় তা বুঝতে পারেননি কেউই। লেপার্ড আক্রমণে চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুর বানেরহাট্টা বায়োলজিক্যাল পার্কে। শুক্রবার স্বাধীনতা দিবসের দিন বিকেলে এক ১৩ বছরের কিশোরের উপর আক্রমণ চালায় লেপার্ড। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। কর্ণাটক পোর্টফলিও থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। (এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা)
A 13-year-old boy was attacked by a leopard at the Bannerghatta Biological Park in Bengaluru on Friday afternoon when the boy was on a safari along with his parents. The leopard attacked the boy through the window of the vehicle when the driver had stopped for the visitors to see… pic.twitter.com/K4g7Zu08xL
— Karnataka Portfolio (@karnatakaportf) August 15, 2025
advertisement
advertisement
জানা গিয়েছে, বোমাসান্দ্রার বাসিন্দা ওই কিশোর তাঁর বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল। সেখানে সাফারি করার সময়েই দেখা যায়, রাস্তার ধারে বসে ছিল লেপার্ডটি। গাড়িটি এগিয়ে আসতেই তার পিছু নেয় লেপার্ডটি।
আরও পড়ুন: উৎসবের মাসেই মাথায় হাত সুরাপ্রেমীদের! কোন শহরে কবে কবে ‘ড্রাই ডে’? তালিকায় কি কলকাতাও?
এরপরেই দেখা যায় নন-এসি জাল দেওয়া একটি সাফারি বাসের উপর ঝাঁপিয়ে পড়ে সেটি। দুর্ভাগ্যবশত, কিশোরটির হাত সেই সময় বাইরে ছিল। জন্তুটির বড় বড় নখে মুহূর্তেই ক্ষতবিক্ষত হয়ে যায় কিশোরটির হাত। সঙ্গে সঙ্গেই তাঁকে নিকটবর্তী জিগানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
advertisement
এই প্রসঙ্গে ওই পার্কের ডিরেক্টর এভি সূর্য সেন বলেন, “কিশোর এবং তাঁর পরিবার নন-এসি বাসে করে সাফারি করছিলেন। সেই সময় লেপার্ড আক্রমণ করে। কিশোরের হাত বাইরে থাকায় লেপার্ড ওই হাতেই আক্রমণ করেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।”
আরও পড়ুন: প্রেমানন্দ মহারাজের শরীরে মারণ রোগ! ২টি কিডনিই ফেলিওর, তাহলে ১৯ বছর কী করে আছেন তিনি!
এই রকম ঘটনা এর আগেও সামনে এসেছে। এই বায়োলজিক্যাল পার্কে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। ফলে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনাগুলি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 16, 2025 6:06 PM IST