সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল৷ আহতের সংখ্যা একাধিক৷ যাত্রীদের অনেককেই ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রেললাইনের পাশে৷ সকলেই আতঙ্কিত, বিধ্বস্ত৷
তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন সে বিষয়ে রেল ও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও তথ্য জানানো হয়নি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের ত্রাণসামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন আধিকারিকদের। দ্রুতগতিতে চলছে ত্রাণ তৎপরতা। লাইনচ্যুত কোচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করা হচ্ছে। আশেপাশের জেলা থেকেও ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছেছে।
advertisement
ট্রেনটি চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল বলে জানা গিয়েছে। ট্রেন নম্বর 15904 চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ঝালাহি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।
তবে কীভাবে ট্রেন দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। রেলওয়ে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।
এই দুর্ঘটনার পর, মানুষকে সাহায্য করার জন্য হেল্পলাইন নম্বর 8957409292, 8957400965 খোলা হয়েছে রেলের তরফে।
– Commercial Control : 9957555984
– Furkating (FKG): 9957555966
– Mariani (MXN): 6001882410
– Simalguri (SLGR): 8789543798
– Tinsukia (NTSK): 9957555959
– Dibrugarh (DBRG): 9957555960
(খবরটি সবেমাত্র এসেছে৷ বিস্তারিত তথ্য আসছে)