Joe Biden Covid-19: আবারও ফিরছে কোভিড? এবার করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন! প্রচারের মাঝেই আইসোলেশনে

Last Updated:

মার্কিন প্রেস সচিব কেরিন জঁ-পিয়েরি জানিয়েছেন, বাইডেন বিমানযোগে তাঁর ডেলাওয়ারের বাড়িতে চলে যাচ্ছেন৷ সেখান তিনি কিছুদিন সেলফ আইসোলেশনে থাকবেন এবং সেখান থেকেই প্রেসিডেন্টের যাবতীয় দায়িত্ব, কর্তব্য, কাজকর্ম পালন করবেন৷  

আমেরিকা: করোনা আক্রান্ত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন৷ গত বুধবার লাস ভেগাস যাওয়ার পথে তাঁর মধ্যে কোভিডের প্রাথমিক কিছু লক্ষণ দেখা দিলে তাঁর মেডিক্যাল টেস্ট করানো হয়৷ সেই পরীক্ষার পরেই জানতে পারা যায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ আপতদৃষ্টিতে অসুস্থতা তেমন গুরুতর বোধ না হলেও, তাঁর বয়স বেশি হওয়ায় বিষয়টি চিন্তার কারণ বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা৷
মার্কিন প্রেস সচিব কেরিন জঁ-পিয়েরি জানিয়েছেন, বাইডেন বিমানযোগে তাঁর ডেলাওয়ারের বাড়িতে চলে যাচ্ছেন৷ সেখান তিনি কিছুদিন সেলফ আইসোলেশনে থাকবেন এবং সেখান থেকেই প্রেসিডেন্টের যাবতীয় দায়িত্ব, কর্তব্য, কাজকর্ম পালন করবেন৷
advertisement
আরও পড়ুন: ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ,’ সংখ্যালঘু মোর্চাকে এবার ‘ত্যাগ’ দেওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর
বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনার জানিয়েছেন, ‘‘ওঁর (বাইডেনের) গলায় (আপার রেসপিরেটরি ট্র্যাক্ট) সংক্রমণ, সর্দিকাশির মতো সমস্যা ছিল৷ আমরা কোভিড-১৯ টেস্ট করি৷ সেটা পজিটিভ আসে৷ আপাতত, তিনি অ্যান্টিবায়োটিক ডোজের উপরে রয়েছেন৷’’
advertisement
আগামী নভেম্বরেই আমেরিকায় নির্বাচন৷ তারই প্রচারে গত বুধবার দুপুরে হিসপ্যানিক ভোটারদের সামনে বক্তৃতার উদ্দেশে লাস ভেগাস যাচ্ছিলেন বাইডেন৷ এমনকি, স্থানীয় একটি রেস্তোরাঁয় ঢুকে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও সারেন তিনি৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Joe Biden Covid-19: আবারও ফিরছে কোভিড? এবার করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন! প্রচারের মাঝেই আইসোলেশনে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement