TRENDING:

Diamond Ring: ১-২-১০০ নয়, এই আংটিতে কতগুলি হিরে রয়েছে জানলে মাথা ঘুরে যাবে! রেকর্ড দেশের

Last Updated:

Diamond Ring: আংটির মধ্যে মোট রয়েছে ৫০ হাজার ৯০৭ টি হিরে। নাম দেওয়া হয়েছে, ইউটেরিয়া। অর্থ প্রকৃতির সঙ্গে একাত্ম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: কল্পনা করাই দুষ্কর। কিন্তু মুম্বইয়ের এক স্বর্ণব্যবসায়ী এমন এক হিরের আংটি তৈরি করেছেন যা এই মুহূর্তে গিনিজ বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলেছে। জানা গিয়েছে, একটি আংটির মধ্যে প্রায় ৬০ হাজার হিরে বসানো হয়েছে। মুম্বইয়ের এইচ কে ডিজাইন ও হরি কৃষ্ণ এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের ওই দোকান এ বছরের ১১ মার্চ রেকর্ড করার শিরোপা জয় করেছে।
রেকর্ড করা সেই আংটি
রেকর্ড করা সেই আংটি
advertisement

সমস্ত পুনর্নবিকরণযোগ্য জিনিস ব্যবহার করে এই আংটি তৈরি করা হয়েছে। গিনিজ বুকের তরফে জানানো হয়েছে এই তথ্য। এভাবেও যে নতুন করে এমন মূল্যবান জিনিস তৈরি সম্ভব তা করেই শিরোপা অর্জন করেছে ওই সোনার দোকান। আংটির মধ্যে মোট রয়েছে ৫০ হাজার ৯০৭ টি হিরে। নাম দেওয়া হয়েছে, ইউটেরিয়া। অর্থ প্রকৃতির সঙ্গে একাত্ম।

advertisement

advertisement

আরও পড়ুন: প্রেমিকার দেখা নেই, বন্ধ দরজা খুলতেই বীভৎস দৃশ্য, দেহ আগলে প্রেমিক!

আংটিটি দেখতে একেবারে একটি সূর্যমুখী ফুলের মতো। তার উপরে বসে রয়েছে একটি প্রজাপতি। স্বর্ণব্যবসায়ীর তরফে জানানো হয়েছে, আংটিটির ওজন ৪৬০.৫৫ গ্রাম। দাম প্রায় ৬ কোটি ৪০ লক্ষ টাকা। প্রায় ৯ মাস সময় লেগেছে এই আংটিটি তৈরি করতে। প্রায় ৬০ হাজার হিরে ধরে রাখতে পারে এমন পোক্ত ভাবে এত বড় আংটি তৈরি করতে দিতে হয়েছে বিশেষ শ্রম।

advertisement

আরও পড়ুন: মুহূর্তের মধ্যে বদলে যাবে আবহাওয়া, শিলাবৃষ্টি ও ঝড়ের সতর্কতা কলকাতায়! রাজ্যজুড়ে বৃষ্টির খবর

এর পর ৪ মাস সময় লেগেছে পালিশ করে বাজারে নিয়ে আসতে। ১৮ ক্যারেটের সোনার উপর হিরে বসিয়ে তৈরি এই আংটি। রয়েছে রোডিয়ামের ছোঁয়া। আটটি অংশ রয়েছে। পাপড়ি, ফুলের মাঝের অংশ ও প্রজাপতিকে ফুটিয়ে তোলা হয়েছে হিরের মাধ্যমে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Diamond Ring: ১-২-১০০ নয়, এই আংটিতে কতগুলি হিরে রয়েছে জানলে মাথা ঘুরে যাবে! রেকর্ড দেশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল