TRENDING:

Cancer Patient: ‘টাকা নষ্ট করতে চাই না,’ তারপর পিস্তল দিয়ে সোজা গুলি স্ত্রীকে...রক্তে ভাসল গোটা ঘর! ক্যানসার আক্রান্তের মর্মান্তিক পরিণতি

Last Updated:

বুধবার বেলা ১১টা নাগাদ গাজিয়াবাদে ঘটনাটি ঘটেছে৷ কুলদীপের দুই ছেলে সেই সময় বাড়ির একতলায় ছিলেন, উপরে ছিলেন কুলদীপ ও তাঁর স্ত্রী অংশু ত্যাগী৷ গুলির আওয়াজ শুনেই দোলায় ছুটে যান কুলদীপের ছেলেরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরপ্রদেশ: ‘‘একসাথে থাকব, প্রতিজ্ঞা করেছিলাম’’৷ রক্তে ভাসছে গোটা ঘর, আর তার মাঝে পড়ে দু’টো লাশ৷ পাশে যে সুইসাইড নোট পড়ে রয়েছে তাতে লেখা রয়েছে দম্পতির এই মর্মান্তিক পরিণতির কারণ৷ গাজিয়াবাদে স্ত্রীকে গুলি করে খুন করে নিজেকে শেষ করে দিয়েছেন ৬১ বছর বয়সি এক ব্যবসায়ী৷ লিখেছেন, তিনি ক্যানসার আক্রান্ত, চান না তাঁর চিকিৎসার পিছনে অযথা টাকা নষ্ট হোক৷ তাই স্ত্রীকে হত্যা করেই আত্মঘাতী হয়েছেন তিনি৷
News18
News18
advertisement

পুলিশ জানিয়েছেন, সুইসাইড নোটে কুলদীপ ত্যাগী লিখেছেন, ‘‘ আমি ক্যান্সারে ভুগছি, আমার পরিবার সেটা জানে না। আমি চাই না আমার চিকিৎসায় টাকা নষ্ট হোক, কারণ বাঁচব কিনা জানি না। আমি আমার স্ত্রীকে সাথে নিয়ে যাচ্ছি, কারণ আমরা চিরকাল একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিলাম। এটি আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ, বিশেষ করে আমার সন্তানরা, এতে দোষী নয়৷’’

advertisement

আরও পড়ুন :কাল থেকে কারা স্কুলে যেতে পারবেন…আর কারা নয়? স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, স্বস্তি চাকরিহারাদের একাংশের

বুধবার বেলা ১১টা নাগাদ গাজিয়াবাদে ঘটনাটি ঘটেছে৷ কুলদীপের দুই ছেলে সেই সময় বাড়ির একতলায় ছিলেন, উপরে ছিলেন কুলদীপ ও তাঁর স্ত্রী অংশু ত্যাগী৷ গুলির আওয়াজ শুনেই দোলায় ছুটে যান কুলদীপের ছেলেরা৷ দেখেন রক্তে ভাসছে ঘর, তার মাঝেই পড়ে তাঁর বাবা-মা৷ অংশু বিছানায় এবং কুলদীপ মেঝেতে৷ সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, তাঁদের বাঁচানো যায়নি৷

advertisement

আরও পড়ুন: ৩১মে-র মধ্যে বিজ্ঞপ্তি, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ, শর্তসাপেক্ষে চাকরি থাকছে ‘যোগ্য’ শিক্ষকদের

ডেপুটি কমিশনার অফ পুলিশ (গ্রামীণ) রাজেশ কুমার সংবাদসংস্থা PTI-কে জানিয়েছেন, কুলদীপের সুইসাইড নোট অনুযায়ী, তিনি ক্যানসারে ভুগছিলেন, চাননি তাঁর চিকিৎসার বিপুল খরচের বোঝা পরিবারের উপর চাপিয়ে দিতে৷ তাই স্ত্রীকে খুন করে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

কুলদীপ ও অংশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ পিস্তলটি বাজেয়াপ্ত হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Cancer Patient: ‘টাকা নষ্ট করতে চাই না,’ তারপর পিস্তল দিয়ে সোজা গুলি স্ত্রীকে...রক্তে ভাসল গোটা ঘর! ক্যানসার আক্রান্তের মর্মান্তিক পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল