TRENDING:

Dharohar Bharat Ki, Punruthaan Ki Kahaani: ‘ধরোহর ভারত কি- পুনরুত্থান কি কাহানি’ তথ্যচিত্রে ফুটে উঠবে দেশের ঐতিহ্য, কখন ও কোথায় দেখবেন

Last Updated:

Dharohar Bharat Ki, Punruthaan Ki Kahaani: আসছে নতুন শো ‘ধরোহর ভারত কি- পুনরুত্থান কি কাহানি’। এই তথ্যচিত্র দু’ভাগে বিভক্ত। দৃশ্যত আকর্ষণীয় আখ্যানের মধ্যে দিয়ে এই দেশের সাংস্কৃতিক পথচলা এবং পুনরুজ্জীবনের গল্প বলবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আজ ভারত যেখানে দাঁড়িয়ে, যে পথ অতিক্রম করে এসেছে এই দেশ, যে শক্তি ধারণ করে রয়েছে, তার বীজ রয়েছে আমাদেরই সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং জাতীয় নীতির জ্ঞানের মধ্যে। আর সেই যাত্রার সাক্ষী থাকতে দূরদর্শনের নয়া উদ্যোগ। অতীতে নিয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে তারা। দৃশ্যত আকর্ষণীয় আখ্যানের মধ্যে দিয়ে এই দেশের সাংস্কৃতিক পথচলা এবং পুনরুজ্জীবনের গল্প বলবে।
‘ধরোহর ভারত কি- পুনরুত্থান কি কাহানি’।
‘ধরোহর ভারত কি- পুনরুত্থান কি কাহানি’।
advertisement

আসছে নতুন শো ‘ধরোহর ভারত কি- পুনরুত্থান কি কাহানি’। এই তথ্যচিত্র দু’ভাগে বিভক্ত। আগামী ১৪ এপ্রিল ‘জিও সিনেমা’-তে দেখা যাবে রাত ৮টায়। এই যাত্রার সঙ্গী হবেন জনপ্রিয় সঞ্চালক কামিয়া জানি।

আরও পড়ুন: ইচ্ছেটাই তো আসল কথা! ১০৮ বছর বয়সে পড়াশোনা করে পরীক্ষায় ফার্স্ট হলেন বৃদ্ধা

advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এই তথ্যচিত্র নিজের বক্তব্য পেশ করতে দেখা যাবে। ট্রেলারে তাঁর গলায় শোনা গিয়েছে, ‘আমাদের সৈন্যরা তাঁদের সমগ্র জীবন উৎসর্গ করেছেন। আমাদের মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য নিজেদের প্রতিটি সত্তাকে উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ শুধু কথায় মাপা যায় না। ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য এঁদের কাহিনি আবার জীবিত করতে হবে।’

advertisement

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের! মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই..

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আমাদের সাংস্কৃতিক ঐক্য ও গর্বের চেতনা, চিন্তার এই পুনরুজ্জীবনের জন্য গত কয়েক বছরে ভারত যে বিশাল অগ্রগতি করেছে, তা তুলে ধরবে এই তথ্যচিত্র। দেশে এমন কিছু স্থান রয়েছে, যা দেশের ঐতিহ্যকে তুলে ধরে। সেগুলির নিরাপত্তা, সংরক্ষণ প্রয়োজন। যেমন, জালিয়ানওয়ালাবাগ। এই স্থানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এর পবিত্রতা নিয়েও ভাবনাচিন্তা করা, রাম জন্মভূমি, কাশী বিশ্বনাথ ধামের মতো আমাদের সভ্যতার কেন্দ্রগুলিকে পুনরুজ্জীবিত করা, সোমনাথ ধাম এবং কেদারনাথ ধাম, করতারপুর সাহিবের মতো আধ্যাত্মিক স্থানগুলির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সেলুলার জেলের মতো স্থানে দেশের মুক্তিযোদ্ধাদের জীবনের উদযাপন করা, ইন্ডিয়া গেট ক্যানোপিতে গ্র্যান্ড নেতাজি মূর্তিকে শ্রদ্ধা জানানো, দেশপ্রেমিকদের অবদানকে সম্মান জানানো, ওয়ার মেমোরিয়াল হলের মতো কিছু জায়গাও তথ্যচিত্রে দেখানো হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Dharohar Bharat Ki, Punruthaan Ki Kahaani: ‘ধরোহর ভারত কি- পুনরুত্থান কি কাহানি’ তথ্যচিত্রে ফুটে উঠবে দেশের ঐতিহ্য, কখন ও কোথায় দেখবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল