আসছে নতুন শো ‘ধরোহর ভারত কি- পুনরুত্থান কি কাহানি’। এই তথ্যচিত্র দু’ভাগে বিভক্ত। আগামী ১৪ এপ্রিল ‘জিও সিনেমা’-তে দেখা যাবে রাত ৮টায়। এই যাত্রার সঙ্গী হবেন জনপ্রিয় সঞ্চালক কামিয়া জানি।
আরও পড়ুন: ইচ্ছেটাই তো আসল কথা! ১০৮ বছর বয়সে পড়াশোনা করে পরীক্ষায় ফার্স্ট হলেন বৃদ্ধা
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এই তথ্যচিত্র নিজের বক্তব্য পেশ করতে দেখা যাবে। ট্রেলারে তাঁর গলায় শোনা গিয়েছে, ‘আমাদের সৈন্যরা তাঁদের সমগ্র জীবন উৎসর্গ করেছেন। আমাদের মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য নিজেদের প্রতিটি সত্তাকে উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ শুধু কথায় মাপা যায় না। ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য এঁদের কাহিনি আবার জীবিত করতে হবে।’
আমাদের সাংস্কৃতিক ঐক্য ও গর্বের চেতনা, চিন্তার এই পুনরুজ্জীবনের জন্য গত কয়েক বছরে ভারত যে বিশাল অগ্রগতি করেছে, তা তুলে ধরবে এই তথ্যচিত্র। দেশে এমন কিছু স্থান রয়েছে, যা দেশের ঐতিহ্যকে তুলে ধরে। সেগুলির নিরাপত্তা, সংরক্ষণ প্রয়োজন। যেমন, জালিয়ানওয়ালাবাগ। এই স্থানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এর পবিত্রতা নিয়েও ভাবনাচিন্তা করা, রাম জন্মভূমি, কাশী বিশ্বনাথ ধামের মতো আমাদের সভ্যতার কেন্দ্রগুলিকে পুনরুজ্জীবিত করা, সোমনাথ ধাম এবং কেদারনাথ ধাম, করতারপুর সাহিবের মতো আধ্যাত্মিক স্থানগুলির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সেলুলার জেলের মতো স্থানে দেশের মুক্তিযোদ্ধাদের জীবনের উদযাপন করা, ইন্ডিয়া গেট ক্যানোপিতে গ্র্যান্ড নেতাজি মূর্তিকে শ্রদ্ধা জানানো, দেশপ্রেমিকদের অবদানকে সম্মান জানানো, ওয়ার মেমোরিয়াল হলের মতো কিছু জায়গাও তথ্যচিত্রে দেখানো হবে।