TRENDING:

গোপনাঙ্গে লোহার রড, নির্ভয়াকাণ্ডের নৃশংসতা ফিরিয়ে রাজপথে বস্তাবন্দি দিল্লির গণধর্ষিতা

Last Updated:

Delhi Gangrape: বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই নিগৃহীতার চিকিৎসা চলছে দিল্লির এক হাসপাতালে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : রাজধানীতে ফিরে এল নির্ভয়কাণ্ডের ভয়াবহ স্মৃতি৷ এ বার দিল্লি এনসিআর-এর অন্তর্গত গাজিয়াবাদে গণধর্ষিতা ৩৮ বছর বয়সি এক মহিলা৷ হাত পা বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় চটের বস্তাবন্দি অবস্থায়৷ উদ্ধারের সময় তাঁর যৌনাঙ্গে রড ঢোকানো ছিল৷ দিল্লি মহিলা কমিশনের কথায় এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ১০ বছর আগের নির্ভয়াকে গণধর্ষণের ঘটনাকে৷
এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ১০ বছর আগের নির্ভয়াকে গণধর্ষণের ঘটনাকে
এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ১০ বছর আগের নির্ভয়াকে গণধর্ষণের ঘটনাকে
advertisement

জানা গিয়েছে ওই মহিলা গাজিয়াবাদের নন্দ নাগরী এলাকার বাসিন্দা৷ তিনি অটোরিকশর জন্য অপেক্ষা করছিলেন৷ গত ১৬ অক্টোবর তাঁর ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে রাতে বাড়ি ফেরার জন্য তিনি অপেক্ষা করছিলেন ৷ অভিযোগ, সে সময় একটি স্করপিওতে তাঁকে চার যুবক অপহরণ করে৷ তার পর এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই চার যুবকের সঙ্গে আরও এক জন, মোট পাঁচ জন মিলে তাঁকে দু’দিন ধরে গণধর্ষণ করে বলে অভিযোগ৷ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই নিগৃহীতার চিকিৎসা চলছে দিল্লির এক হাসপাতালে৷

advertisement

আরও পড়ুন : ‘‘মেয়ের খেয়াল রাখো, ওর শরীর ভাল নেই’’, স্ত্রীর সঙ্গে ফোনে এটাই ছিল দুর্ঘটনাগ্রস্ত চপারের নিহত চালকের শেষ কথা

পুলিশের তরফে জানানো হয়েছে দু’দিন ধরে নৃশংসভাবে গণধর্ষণ করা হয় ওই যুবতীকে৷ তাঁর গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড৷ এর পর হাত পা বেঁধে বস্তাবন্দি করে তাঁকে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়৷ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়৷ দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেন, ‘‘এটা অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা৷ এটা আমাকে নির্ভয়াকাণ্ড মনে করিয়ে দিচ্ছে৷ প্রত্যেক অপরাধীকে দ্রুত গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করতে হবে৷ আমি বুঝতে পারি না আর কত দিন মহিলা এবং শিশুরা এরকম চরম নৃশংসতার শিকার হবে৷’’

advertisement

আরও পড়ুন :  শ্বাসরোধ করেই খুন, গুরগাঁওয়ে স্যুটকেসবন্দি নগ্নিকার দেহ উদ্ধারে ধর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ

সেরা ভিডিও

আরও দেখুন
শালের জঙ্গলে ঘেরা 'এই' জায়গা কাপল ফ্রেন্ডলি,মনের ক্লান্তি কাটাতে ঘুরে আসবেন নাকি? রইল খোঁজ
আরও দেখুন

ঘটনার তদন্ত শুরু করে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাদের জেরা করা চলছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ওই যুবতীর উপর অত্যাচার চালানো হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গোপনাঙ্গে লোহার রড, নির্ভয়াকাণ্ডের নৃশংসতা ফিরিয়ে রাজপথে বস্তাবন্দি দিল্লির গণধর্ষিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল