প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে গত ৭ জুলাই উত্তর দিল্লির সিগনেচার ব্রিজে স্নেহা একটি ক্যাব নিয়েছিলেন৷ তার পর থেকে তিনি নিখোঁজ৷ তাঁর শেষ লোকেশন এখনও পর্যন্ত সিগনেচার সেতুতেই চিহ্নিত করা হয়েছে৷ পুলিশের তরফে জানানো হয়েছে স্নেহার হস্তাক্ষরে একটি লেখা পাওয়া গিয়েছে৷ সেখানে আত্মহত্যার ইঙ্গিত আছে৷ নিজেকে শেষ করে দেওয়ার কারণ পারিবারিক বলে উল্লেখ করেছেন তরুণী৷
advertisement
সিগনেচার ব্রিজ থেকে ১০ কিলোমিটার দূরে উত্তর দিল্লির মঞ্জু কা টিলা-র কাছে গীতা কলোনি এলাকায় একটি উড়ালপুলের কাছে যমুনা নদীতে স্নেহার দেহ পাওয়া যায়৷ যে ক্যাবচালক তাঁকে ঘটনাস্থলে নামিয়ে দিয়েছিলেন তিনিও নিশ্চিত করেছেন স্নেহা তাঁর গাড়িতে যাত্রী ছিলেন। কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে তাঁরা এক তরুণীকে সেতুর উপর দাঁড়িয়ে থাকতে দেখেছেন এবং পরে ঘটনাস্থল থেকে উধাও হয়ে যান, পুলিশ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) এবং পুলিশের সাহায্যে অনুসন্ধান শুরু করা হয়। তারা উত্তর দিল্লির নিগম বোধ ঘাট থেকে উত্তর প্রদেশের নয়ডা পর্যন্ত বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। পুলিশ জানিয়েছে, ৭ জুলাই ভোরবেলা স্নেহা তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের কাছে ইমেল এবং বার্তা পাঠিয়েছিলেন। তাঁর বন্ধুরা তদন্তকারীদের জানিয়েছেন যে তিনি গত কয়েক মাস ধরে অস্থির এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
তাঁর পরিবার এবং কিছু বন্ধু সিগনেচার ব্রিজ এলাকার নজরদারি পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁরা অভিযোগ করেছিলেন, যে মুহূর্তে স্নেহা নিখোঁজ হয়ে যান, সিগনেচার ব্রিজ বা কাঠামোর কাছাকাছি কোনও সিসিটিভি ক্যামেরাই সে সময় কাজ করছিল না।
Disclaimer:If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)