Actress Stabbed: পরকীয়া সন্দেহে অভিনেত্রীর পাঁজর, থাই, ঘাড়-সহ শরীরের একাধিক অঙ্গে এলোপাথাড়ি ছুরির আঘাত স্বামীর! অবস্থা আশঙ্কাজনক!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Actress Stabbed: পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মঞ্জুলার স্বামী সন্দেহ করতেন যে তাঁর স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন।
বেঙ্গালুরু : পরকীয়া সন্দেহে স্বামীর হাতে ছুরিকাঘাতে গুরুতর আক্রান্ত হলেন অভিনেত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা বেঙ্গালুরুর। অভিযোগ, কন্নড় টেলিভিশনের অভিনেত্রী তথা সঞ্চালিকা মঞ্জুলা শ্রুতিকে ছুরিকাঘাত করেন তাঁর স্বামী অমরেশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মঞ্জুলার স্বামী সন্দেহ করতেন যে তাঁর স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন। ‘অমৃতধারা’ ধারাবাহিকে অভিনয় করে বিখ্যাত ও জনপ্রিয় অভিনেত্রী মঞ্জুলা গত ৪ জুলাই আক্রান্ত হন হনুমন্তনগর এলাকায়। এক সপ্তাহ পর প্রকাশ্যে এসেছে ঘটনাটি।
প্রেমে পড়ে ২০ বছর আগে বিয়ে করেন শ্রুতি এবং অমরেশ। দুই সন্তানকে নিয়ে তাঁরা হনুমন্তনগরে ভাড়া বাড়িতে থাকেন। জানা গিয়েছে, তাঁদের সম্পর্ক এবং দাম্পত্য তিক্ততায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল সম্প্রতি। তিন মাস আগে তাঁর স্বামীর থেকে আলাদা হয়ে নিজের ভাইয়ের সঙ্গে থাকছিলেন শ্রুতি। টাকা তছরুপের অভিযোগ এনে এর আগেও হনুমন্তনগর থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শ্রুতি।
advertisement
আরও পড়ুন : গোল্লায় যাক দামি টুথপেস্ট-মাউথওয়াশ! খাওয়ার পর ‘এটা’ চিবোলেই কেল্লাফতে! জীবনে হবে না দাঁতে পোকা, কালো গর্ত !
তিক্ততা মিটমাট করে বৃহস্পতিবার এই দম্পতি আবার একসঙ্গে থাকতে শুরু করে। পরের দিনই সন্তানরা কলেজে চলে যাওয়ার পর স্ত্রীর উপর অমরেশ হামলা চালান বলে অভিযোগ। তিনি প্রথমে গোলমরিচ ছুড়ে দেন স্ত্রীর চোখ লক্ষ্য করে। তার পর পাঁজর, থাই, ঘাড়-সহ শরীরের একাধিক অঙ্গে আঘাত করেন ছুরি দিয়ে। অভিযোগ, শ্রুতির মাথা দেওয়ালে ঠুকে দেন তাঁর স্বামী।
advertisement
advertisement
ভিক্টোরিয়া হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় অভিনেত্রী শ্রুতির চিকিৎসা চলছে৷ স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে অমরেশের বিরুদ্ধে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 12, 2025 11:12 PM IST