রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘আম্বেদকর ইজ দ্য ফ্যাশন’ মন্তব্য নিয়ে বিজেপি ও কংগ্রেস সাংসদদের মধ্যে ব্যাপক মতানৈক্য তৈরি করে, সেই নিয়ে তোলপাড় চলছিল। সেই সময়ই রাহুল হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি সাংসদদের সঙ্গে। আম্বেদকর বিতর্ককে কেন্দ্র করে বিজেপি ও বিরোধী নেতাদের বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভের জেরে আহত হন দুই বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গি ও মুকেশ রাজপুত। আহত সাংসদদের রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসা চলছে।
advertisement
আরও পড়ুনঃ বাজার ছেয়েছে ভুয়ো IRCTC অ্যাপ, ওয়েবসাইটে! আপনার ফোনের অ্যাপ আসল তো? কীভাবে শনাক্ত করবেন নকল? জানুন
জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯(৫) ধারার অধীনে মামলা দায়ের হয়েছে রাহুলের বিরুদ্ধে। চোট আঘাতের ক্ষেত্রে ১১৫(২) এবং গুরুতর আঘাতের ক্ষেত্রে ১১৭(২) ধারা আরোপ করা হয়েছে। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ১০৯, ১২৫, ১৩১ ও ১০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে ১০৯ ধারাটি খুনের চেষ্টার অভিযোগ।
যদিও অভিযোগ মানতে নারাজ রাহুল। তাঁর দাবি, “আমি সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা ঘিরে ধরেন। আমাকে ধাক্কা দেওয়া হয়।” লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠিতে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে লেখেন, রাহুল গান্ধিকে লোকসভায় ঢুকতে বাধা দেন বিজেপি সাংসদরা। তাঁকেও ধাক্কা দেওয়া হয়। তাতে ভারসাম্য হারিয়ে পড়ে গেলে হাঁটুতে চোট পান।