TRENDING:

Delhi Shraddha Murder: আগেই প্রেমিকাকে খুন করত, কেন সিদ্ধান্ত বদল? নিজেই জানালো অফতাব

Last Updated:

শ্রদ্ধা হত্যাকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে উঠে এসেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: আরও আগেই প্রেমিকা শ্রদ্ধাকে খুন করত সে৷ কিন্তু প্রেমিকা কান্নাকাটি শুরু করায় কিছু দিন অপেক্ষা করেছিল আফতাব৷ পুলিশি জেরায় নিজেই এ কথা জানিয়েছে দিল্লিতে নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাব পুনেওয়ালা৷
আফতাব এবং তার বান্ধবী শ্রদ্ধা ওয়ালকার৷
আফতাব এবং তার বান্ধবী শ্রদ্ধা ওয়ালকার৷
advertisement

জেরায় আফতাব আরও জানিয়েছে, ওই দিনও বিয়ে করা নিয়ে তাঁর সঙ্গে শ্রদ্ধার অশান্তি হয়৷ বার বারই বিয়ে করার জন্য লিভ ইন সঙ্গী আফতাবকে চাপ দিত শ্রদ্ধা৷ কিন্তু তাতে রাজি ছিল না আফতাব৷ বরং ডেটিং অ্যাপের মাধ্যমে অন্য মহিলাদের সঙ্গে সংস্রব রাখার জন্য আফতাবের সঙ্গে নিয়মিত ঝগড়া হত শ্রদ্ধার৷

আরও পড়ুন: ফ্রিজে রাখা প্রেমিকার ছিন্ন মাথার দিকে তাকিয়ে বন্ধুত্বের স্মৃতির কথা ভাবত আফতাব, জেরায় জানিয়েছে পুলিশকে

advertisement

এখনও পর্যন্ত পুলিশের হাতে আসা তথ্য অনুযায়ী, গত ১৮ মে শ্রদ্ধাকে খুন করে আফতাব৷ এর পর প্রেমিকার দেহ ৩৫ টুকরো করে দিল্লির মেহরৌলির জঙ্গল এলাকায় ফেলে দেয় সে৷ তবে একবারে নয়, ১৮ দিন ধরে শ্রদ্ধার দেহ ধাপে ধাপে লোপাট করেছিল আফতাব৷ দেহ লোপাট করার আগে শ্রদ্ধার টুকরো টুকরো করা প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দিয়েছিল সে৷ এখনও শ্রদ্ধার মাথার খোঁজ পায়নি পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শ্রদ্ধা হত্যাকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে উঠে এসেছে৷ যেমন, ফ্রিজে প্রেমিকার দেহাংশ থাকলেও সেই অবস্থাতেই ফ্ল্যাটে অন্য মহিলাদের ডেকে যৌনতায় মাতত আফতাব৷ মাঝে মধ্যে ফ্রিজে রাখা শ্রদ্ধার মাথাও দেখত সে৷ পুলিশের কাছে আফতাব আরও দাবি করেছে, খুনের পর প্রেমিকার মাথার দিকে তাকিয়ে শ্রদ্ধার সঙ্গে তার সম্পর্কের স্মৃতি রোমন্থনও করত সে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Shraddha Murder: আগেই প্রেমিকাকে খুন করত, কেন সিদ্ধান্ত বদল? নিজেই জানালো অফতাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল