দিল্লির মুখ্যমন্ত্রিত্ব পাওয়ার পরে এই উপ নির্বাচন ছিল রেখা গুপ্তার ‘লিটমাস টেস্ট ’৷ তাঁর ‘বিকশিত দিল্লি’ এজেন্ডা এক্ষেত্রে কেমন প্রভাব ফেলে, তার উপরে ছিল নজর৷
দিল্লি পুরসভার ১১জন কাউন্সিলর বিধায়ক এবং একজন সাংসদ নির্বাচিত হওয়ায় ১২টি কেন্দ্রে তৈরি হয়েছিল শূন্যস্থান৷ সেই কারণে, MCD-র ১২টি কেন্দ্রে ছিল উপ নির্বাচন৷
advertisement
গত ৩০ নভেম্বর দিল্লি পুরসভার ১২টি ওয়ার্ডে ৫৮০টি বুথে উপ নির্বাচনের ভোটগ্রহণ হয়৷ এই ১২টির মধ্যে ৯টিই এর আগে ছিল বিজেপির হাতে৷ বাকি ৩টি ছিল আপ-এর৷
MCD উপ নির্বাচনে শালিমার বাগ বি, দ্বারকা, বিনোদ নগর,গ্রেটার কৈলাশ, চাঁদনি চকে জিতেছে বিজেপি৷ অন্যদিকে, দক্ষিণ পুরী, মুন্দকা এবং নারাইনা এই তিনটি আসনে জয় পেয়েছে আপ৷ কংগ্রেস জিতেছে সঙ্গম বিহার ওয়ার্ড, AIFB চাঁদনী মহল৷
উপ নির্বাচনের ভোট গণনা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার৷ মজুত ছিল ১৮০০ দিল্লি পুলিশ, ১০ কম্পানি আধা সামরিক বাহিনী৷
