TRENDING:

টাকার জন্য বাবাকে খুন করল ছেলে! দিল্লির নৃশংস ঘটনায় তাজ্জব দেশ

Last Updated:

গভীর রাতে  বাবা, মায়ের উপর ছুড়ি দিয়ে হামলা করে  ৩৪ বছরের ছেলে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : পশ্চিম দিল্লির ফতেহ নগরে ঘটল এক হাড় হিম করা ঘটনা ৷ নিজের ৬৪ বছরের বৃদ্ধ বাবাকে খুন করল এক যুবক ৷   গভীর রাতে  বাবা মায়ের উপরে  ছুড়ি দিয়ে হামলা করে  ৩৪ বছরের ছেলে  ৷  ছুড়ির আঘতে মৃত্যু হয়েছে অভিযুক্তের বাবার ৷ আহত মাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে  ৷  মৃত ব্যক্তির নাম স্বর্ণজিৎ সিং বলে জানা গিয়েছে ৷
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  গত  বৃহস্পতিবার বাবার কাছে টাকা চেয়েছিল ছেলে জগদীপ ৷ কিন্তু টাকা দিতে নারাজ হয়েছিলেন স্বর্ণদীপ ৷ মূলত প্রতিহিংসার জেরেই বাবা-মাকে খুন করার প্রচেষ্টা করে জগদীপ,  এমনই অনুমান করছে পুলিশ ৷

আরও পড়ুন- ইনস্টাগ্রামে ফলোয়ার নিয়ে বচসা, দিল্লিতে ছুড়ির কোপে নিহত ২ যুবক

শুক্রবার ভোর রাতে দিল্লির ফতেহ নগর এক বৃদ্ধ দম্পতির উপরে হামলার অভিযোগ পায় পুলিশ।  ঘটনাস্থলে পৌঁছে দু'জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালেই  স্বর্ণজিৎ সিং কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ এখনও গুরুতার অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্বর্ণজিৎ-এর স্ত্রী ৷

advertisement

আরও পড়ুন- ৫২ বছরের মহিলাকে ১বছর ধরে ধর্ষণ! গুরুগ্রামের ভয়াবহ ঘটনায় তাজ্জব দেশ

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

প্রাথমিক তদন্তের পরেই পুলিশ জানতে পারে,  বৃদ্ধ দম্পতির উপরে তাঁদের ছেলে জগদীপ হামলা করেছে। জানা মাত্রই জাগদীপ কে গ্রেফতার করে পুলিশ। জাগদীপ কে জিজ্ঞাসাবাদ করে জানা যায়,  প্রায় ৭ লক্ষ টাকা শেয়ার মার্কেটে হেরে যায় জগদীপ ৷ তাই বাবা-মায়ের কাছে আর্থিক সাহায্য চেয়েছিল ৷ কিন্তু বাবা মা টাকা দিতে নারাজ হওয়ায় রাত ২ টো নাগাদ মা বাবার উপর হামলা করে  জগদীপ। ঘটনার তদন্ত করছে ফতেহ নগর থানার পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
টাকার জন্য বাবাকে খুন করল ছেলে! দিল্লির নৃশংস ঘটনায় তাজ্জব দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল