TRENDING:

Arvind Kejriwal bail: শেষ মুহূর্তে আটকে গেল জেল মুক্তি! কেজরিওয়ালের জামিনের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের

Last Updated:

আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালকে গতকাল জামিনের নির্দেশ দিয়েছিল দিল্লির নিম্ন আদালত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: শেষ মুহূ্র্তে আটকে গেল অরবিন্দ কেজরিওয়ালের জেল থেকে মুক্তি৷ দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের যে নির্দেশ নিম্ন আদালত দিয়েছিল, তার উপরে স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট৷ এর ফলে আপাতত জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে৷
জেল থেকে ছাড়া পাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল৷
জেল থেকে ছাড়া পাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল৷
advertisement

আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরিওয়ালকে গতকাল জামিনের নির্দেশ দিয়েছিল দিল্লির নিম্ন আদালত৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আজ দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি৷ নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে জরুরি শুনানির জন্য আবেদন করে কেন্দ্রীয় এজেন্সি৷

আরও পড়ুন: সব সময় সাদা টি শার্ট কেন পড়েন? জন্মদিনে নিজেই ফাঁস করলেন রাহুল

advertisement

ইডি-র সেই আবেদন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট৷ সওয়াল জবাব শেষে হাইকোর্টের দুই বিচারপতি জানিয়েছেন, যতদিন তাঁরা এই মামলা শুনবেন, ততদিন পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না নিম্ন আদালত৷

এ দিন বিকেলে তিহার জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল কেজরিওয়ালের৷ বিকেল চারটের সময় কেজরিওয়ালকে স্বাগত জানাতে তিহার জেলে যাওয়ার কথা ছিল কেজরিওয়ালের স্ত্রী সুনীতা সহ আপ নেতাদের৷ হাইকোর্টের নির্দেশে আপাতত সেই সমস্ত পরিকল্পনাই ধাক্কা খেল৷

advertisement

গতকাল এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন এবং শর্ত স্বাপেক্ষে কেজরিওয়ালকে জামিনের নির্দেশ দেয় দিল্লির একটি নিম্ন আদালত৷ কেজরিওয়ালের উপরে শর্ত দেওয়া হয়, তিনি মামলার তদন্ত প্রক্রিয়া এবং সাক্ষীদের কোনওরকম ভাবে প্রভাবিত করতে পারবেন না৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কেজরিওয়ালের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, মার্চ মাসে গ্রেফতারের পর থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেভাবে কোনও তথ্য প্রমাণ জমা দিতে পারেনি ইডি৷ গত মে মাসে নির্বাচনে প্রচারের জন্য কেজরিওয়ালকে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের শর্ত মেনে ভোটের ফলপ্রকাশের দু দিন আগে জেলে ফিরেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Arvind Kejriwal bail: শেষ মুহূর্তে আটকে গেল জেল মুক্তি! কেজরিওয়ালের জামিনের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল