Rahul Gandhi: সব সময় সাদা টি শার্ট কেন পড়েন? জন্মদিনে নিজেই ফাঁস করলেন রাহুল

Last Updated:

একই সঙ্গে নিজের সমর্থকদের জন্য নতুন প্রচার কৌশলও নিয়েছেন রাহুল৷

কেন সাদা টি শার্ট পরেন রাহুল গান্ধি? ছবি-পিটিআই
কেন সাদা টি শার্ট পরেন রাহুল গান্ধি? ছবি-পিটিআই
নয়াদিল্লি: রাহুল গান্ধি আর সাদা টি শার্ট এখন যেন সমার্থক হয়ে গিয়েছে৷ বিশেষত ভারত জোড়ো যাত্রার সময় থেকেই রাহুল গান্ধিকে প্রকাশ্যে এই সাদা টি শার্ট পরতেই দেখা যায়৷ কেন তিনি সবসময় সাদা টি শার্ট পরেন, নিজের জন্মদিনে তা ফাঁস করলেন রাহুল নিজেই৷
গত ১৯ জুন নিজের জন্মদিনে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল লেখেন, অনেকেই তাঁর কাছে সাদা টি শার্ট পরার কারণ জানতে চেয়েছেন৷ রাহুল লিখেছেন, সাদা রংয়ের এই টি শার্ট তাঁর কাছে স্বচ্ছতা, সহমর্মিতা এবং সারল্যের প্রতীক৷
advertisement
advertisement
advertisement
একই সঙ্গে নিজের সমর্থকদের জন্য নতুন প্রচার কৌশলও নিয়েছেন রাহুল৷ তিনি জানিয়েছেন, প্রত্যেকের জীবনে এই মূল্যবোধগুলির কী অর্থ, তা হোয়াইট টি শার্ট আর্মি হ্যাশট্যাগ দিয়ে ভিডিও করে পাঠানোর আর্জি জানিয়েছেন রাহুল৷ যাঁরা এই ভিডিও করে পাঠাবেন, তাঁদের একটি সাদা টি শার্ট উপহার দেবেন বলে জানিয়েছেন রাহুল৷
গত কয়েক দিনে নিট, নেটের মতো সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্ন ফাঁস দুর্নীতির অভিযোগ সামনে এসেছে৷ চাপে পড়ে নেট পরীক্ষা বাতিল করতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে৷ এই সময় রাহুলের এই নতুন প্রচার কৌশল বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ মূলত প্রশ্নফাঁস, মূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো ইস্যুতে যুবসমাজকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একজোট করতেই রাহুলের এই কৌশল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের৷ বিশেষত ভারত জোড়ো যাত্রার পর কংগ্রেস নির্বাচনে বহু কাঙ্খিত যে সাফল্য পেয়েছে, তার রেশ ধরে রাখথে মরিয়া রাহুল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: সব সময় সাদা টি শার্ট কেন পড়েন? জন্মদিনে নিজেই ফাঁস করলেন রাহুল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement