প্রসঙ্গত আরও উত্তরে হিমাচল প্রদেশ এ বার প্রবল বর্ষণে বিধ্বস্ত৷ বর্ষার দুর্যোগ সেখানে ধ্বংসলীলা চালিয়েছে৷ তার জেরে জলস্তর বেড়েছে হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধেও৷ দিল্লির দুর্ভোগে বৃষ্টির পাশাপাশি রয়েছে হিমাচলপ্রদেশে প্রবল বর্ষণের প্রভাবও৷ খাস দিল্লিতে সিভিল লাইন্স এলাকায় রিং রোড প্লাবিত৷ মঞ্জু কা টিলা এবং কাশ্মীরি গেট সংযোগকারী অঞ্চল বন্ধ করে রাখা হয়েছে৷ এই এলাকা থেকে মাত্র ৫০০ মিটার দূরেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন এবং সংসদভবন৷
advertisement
দিল্লিতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনির ১২ টি দল৷ যাতে বিপর্যয়ের ক্ষেত্রে উদ্ধারকাজে কোনও সমস্যা না হয়৷ যদিও রাজধানীতে গত কয়েক দিন বৃষ্টিপাত হয়নি, তা সত্ত্বেও হরিয়ানার বাঁধ থেকে ক্রমাগত জল ছাড়তে থাকায় দিল্লিবাসীর সঙ্কট বেড়েছে৷ যমুনার তীরবর্তী অঞ্চল থেকে বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে৷ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে যমুনার জলস্তর৷ গত কয়েক দশকে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের সাক্ষী দিল্লিও৷