জানা গিয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডটি হয়েছে দিল্লির আলিপুর এলাকায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ একটি রঙের কারখানায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে ছটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা চলে। রাত নটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ১১ জনের মৃত্যু হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: ফের শিরোনামে পার্থ চট্টোপাধ্যায়ের নাম! সাতসকালেই ইডি হানা, শোরগোল কলকাতায়
দয়ালপুর মার্কেটের ভেতর থেকে পুড়ে যাওয়া তিনটি দেহ উদ্ধার করা হয়। রাতে বাজারে জল ঢেলে ঠান্ডা করার চেষ্টা করা হয়। আগুন নেভার পরে তাঁদের দগ্ধ দেহ উদ্ধার হয়। সেই সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয় চারজনকে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। তবে বেশ কয়েকজনের এখনও খোঁজ মেলেনি বলেই সূত্রের খবর। তাঁদের খোঁজার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন এক পুলিশকর্মীও।
আরও পড়ুন: মাঝরাতে এল দুঃসংবাদ! প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি
জানা গিয়েছে, কারখানাতে প্রথমে একটা বিস্ফোরণ হয়। তারপরই আগুন ছড়িয়ে পড়ে। রঙের কারখানায় বিস্ফোরণের পরেই আগুন ধরে যায় সেখানে। বেশ কিছু রাসায়নিক মজুত থাকার কারণেই আগুন লেগেছে। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি বাড়ি ও একটি নেশামুক্তি কেন্দ্রে।