TRENDING:

Delhi Election Results 2025: 'ক্ষমতা আঁকড়ে থাকার জন্য রাজনীতিতে আসিনি', হার স্বীকার করে বিজেপিকে অভিনন্দন কেজরিওয়ালের

Last Updated:

Delhi Election Results 2025:নিজের এক্স হ‍্যান্ডেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন দিল্লির প্রাক্তন মুখ‍্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভিডিও বার্তায় বিজেপিকে জয়ের জন‍্য অভিনন্দন জানিয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লির বিধানসভা ভোট গণনা চলছে। ২০২৫ এর নির্বাচনে ভোটাররা কাকে ক্ষমতা দিয়েছেন তা আর কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। তবে ফলাফলের ট্রেন্ড থেকে একরকম স্পষ্ট, ২৭ বছর পর রাজধানীর মসনদে প্রত‍্যাবর্তন করতে চলেছে বিজেপি। গণণা শেষের আগেই ফলাফল নিয়ে প্রথমবার প্রতিক্রিয়া দিলেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল।
'ক্ষমতা আঁকড়ে থাকার জন্য রাজনীতিতে আসিনি', হার স্বীকার করে বিজেপিকে অভিনন্দন কেজরিওয়ালের
'ক্ষমতা আঁকড়ে থাকার জন্য রাজনীতিতে আসিনি', হার স্বীকার করে বিজেপিকে অভিনন্দন কেজরিওয়ালের
advertisement

নিজের এক্স হ‍্যান্ডেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন দিল্লির প্রাক্তন মুখ‍্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভিডিও বার্তায় বিজেপিকে জয়ের জন‍্য অভিনন্দন জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তাঁর আশা, জনগণের ভরসার মান রাখবে বিজেপি।

আরও পড়ুন: ৭০ দিন ধরে কপালে টাকার বৃষ্টি! ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, চাকরিতে প্রোমোশন, সংসারে সুখের বন‍্যা

advertisement

ভিডিও বার্তায় অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘‘আজ দিল্লি নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। জনগণের নির্ণয় আমরা মাথা পেতে মেনে নিলাম। আমি ভারতীয় জনতা পার্টিকে এই জয়ের জন‍্য শুভকামনা জানাই। আমার আশা, যে আশা-ভরসা নিয়ে জনতা বিজেপিকে ভোট দিয়েছেন, জনগণের সেই আশা পূরণ করতে সক্ষম হবে।’’

advertisement

আপ নেতা আরও বলেন, ‘‘বিগত ১০ বছরে জনগণ আমাদের যে সুযোগ দিয়েছে, সেই ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ‍্যক্ষেত্র থেকে জল, সমস্ত ক্ষেত্রে কাজ করেছি। দিল্লির ইনফ্রাস্টাকচরেও অনেক বদল নিয়ে এসেছি আমরা। এবার আমরা বিরোধীদের আসনে থেকে জনতার সেবা করব। সকলের সুখ, দু:খের কথা শুনব। কারণ ক্ষমতায় আঁকড়ে থাকার জন‍্য রাজনীতিতে আসিনি আমরা। আমরা রাজনীতিতে এক মাধ‍্যম মনে করি, যে মাধ‍্যমকে কাজে জনতার সেবা করা যায়। সেই কাজ আমরা করে যাব। আমি আম আদমি পার্টির সমস্ত কর্মীকে অভিনন্দন জানাই। অনেক কষ্ট করেছেন সকলে। পুরো নির্বাচনের সময় জুড়ে অনেক কিছু সহ‍্য করেছেন আপ কর্মীরা। তাই সমস্ত কর্মীকে আমার আন্তরিক অভিনন্দন।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

প্রসঙ্গত, ফলাফলে কার্যত ধরাশায়ী আপ। নতুন দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। বিজেপির পরভেশ ভার্মার কাছে পরাজিত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ ২০১৩ সাল থেকে এই নতুন দিল্লি আসনের বিধায়ক ছিলেন কেজরিওয়াল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election Results 2025: 'ক্ষমতা আঁকড়ে থাকার জন্য রাজনীতিতে আসিনি', হার স্বীকার করে বিজেপিকে অভিনন্দন কেজরিওয়ালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল