এদিন মোদি সরকারকে আক্রমণ করে মণীশ সিসোদিয়া বলেছেন, 'পাঁচ বছর সময়টাও অনেকটা সময়। তবে মাত্র ২ বছরের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের সরকার দিল্লিতে মহল্লা ক্লিনিক তৈরি করে স্বাস্থ্য পরিষেবায় নজির তৈরি করে ফেলেছে। শুধু দেশ না বিদেশ থেকেও এ নিয়ে বহু মানুষের প্রশংসা মিলেছে। বিদেশ থেকে এসে বহু মানুষ দেখেছেন কী ভাবে চলছে সাধারণ মানুষের জন্য এই স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা।' এক সময় গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদি বার বার দেশকে গুজরাত মডেলের কথা শোনাতেন। এখনও সুযোগ পেলেন নিজের প্রিয় রাজ্যের প্রশংসা করেন তিনি। তবে এবার আম আদমি পার্টি মোদির দলকেই গুজরাতে বসে দিল্লি মডেলের কথা শুনিয়ে হারাতে মরিয়া।
advertisement
মণীশ সিসোদিয়ার কথায়, '২৫ বছরের বিজেপির শাসনে গুজরাতের কোনও মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আত্মবিশ্বাসী নন।' এটি সরাসরি বিজেপির ব্যর্থতা বলে আক্রমণ করেন সিসোদিয়া। গুজরাতের শিক্ষাব্যবস্থা নিয়েও এদিন কটাক্ষ করেন তিনি। ২৫ বছর ধরে রাজ্যে একটি স্থায়ী এবং উপযুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারেনি বিজেপি, দাবি সিসোদিয়ার। তাঁর দাবি, কেজরিওয়ালের সরকার দিল্লিতে যে প্রাথমিক বিদ্যালয গড়ে তুলেছে তার শিক্ষার মান গুজরাতের বহু সরকারি-বেসরকারি স্কুলের থেকে অনেক উন্নত।
ভোটের আগে সরাসরি জনগণের কাছে সিসোদিয়ার অনুরোধ, 'আপনারাই ঠিক করুন এবার যে, ২৫ বছরের পুরনো বিজেপি মডেল নাকি পাঁচ বছরের দিল্লির মতো আপ সরকার।' শনিবার থেকেই গুজরাতের স্থানীয় নির্বাচনের জন্য প্রচার শুরু করেছে আপ। এদিন আহমেদাবাদে আপের তারকা প্রচারক মণীশ সিসোদিয়া একটি বিশাল রোড শো করেন। রবিবার ফের রাজকোটে রয়েছে তাঁর রোড শো।