আরও পড়ুনঃ ৩০ দিন খালি পেটে এই ‘ম্যাজিক’ জল পান করলেই কেল্লাফতে! কোলেস্টেরল-ডায়াবেটিস থাকবে হাতের মুঠোয়
শালিমার বাগের নবনির্বাচিত ৫০ বছর বয়সী বিধায়ক রেখা গুপ্তকে সর্বসম্মতিক্রমে দলের নেতা নির্বাচিত করেছেন বিজেপি বিধায়করা। ইতিমধ্যেই তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা।ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রেখা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (DUSU) সভাপতি ছিলেন। পুরসভার কাউন্সিলার পদেও দায়িত্ব সামলেছেন। তিনি দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী। তাঁর আগে সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত এবং আতিশি এই পদে ছিলেন।
advertisement
আরও পড়ুনঃ ব্লাডসুগারে সাক্ষাৎ যম হাঁটা! ঠিক ‘এইভাবে’ হাঁটলেই, ডায়াবেটিস পালাবার পথ পাবে না
মদনলাল খুরানা, সাহিব সিং ভার্মা এবং সুষমা স্বরাজের পর দিল্লিতে বিজেপির চতুর্থ মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্ত। উল্লেখযোগ্য বিষয় হল, এই মুহূর্তে রেখা বিজেপির একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যিনি কোনও বিজেপি শাসিত রাজ্যের দায়িত্ব সামলাবেন। রেখা গুপ্তের নাম বিজেপি দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিতেই একে একে দলীয় বিধায়ক ও দলীয় নেতারা তাঁকে অভিনন্দন জানান।