TRENDING:

Delhi CM oath-taking ceremony: দিল্লির নতুন মুখ‍্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ রেখা গুপ্তের! অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Last Updated:

Delhi New CM Rekha Gupta Oath Ceremony: রামলীলা ময়দানে অল্প সময়ের মধ‍্যেই শুরু হবে শপথগ্রহণ। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন রেখা গুপ্ত। উপস্থিত হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিশিষ্ট অতিথিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লিঃ রামলীলা ময়দানে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন রেখা গুপ্ত। উপস্থিত হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিশিষ্ট অতিথিরা। বলিউডের একাধিক প্রথম সারির অভিনেতা থেকে শুরু করে ব‍্যবসায়ী, বিজেপি শাসিত রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী, এনডিএ শরিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। উপস্থিত যুগ্গী ঝোপরির মানুষেরাও। প্রায় ৫০ হাজার মানুষের সামনে শুথ নেবেন রেখা গুপ্ত।
দিল্লির মুখ্যমন্ত্রী  রেখা গুপ্ত
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত
advertisement

আরও পড়ুনঃ ৩০ দিন খালি পেটে এই ‘ম‍্যাজিক’ জল পান করলেই কেল্লাফতে! কোলেস্টেরল-ডায়াবেটিস থাকবে হাতের মুঠোয়

শালিমার বাগের নবনির্বাচিত ৫০ বছর বয়সী বিধায়ক রেখা গুপ্তকে সর্বসম্মতিক্রমে দলের নেতা নির্বাচিত করেছেন বিজেপি বিধায়করা। ইতিমধ্যেই তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা।ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রেখা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (DUSU) সভাপতি ছিলেন। পুরসভার কাউন্সিলার পদেও দায়িত্ব সামলেছেন। তিনি দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী। তাঁর আগে সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত এবং আতিশি এই পদে ছিলেন।

advertisement

আরও পড়ুনঃ ব্লাডসুগারে সাক্ষাৎ যম হাঁটা! ঠিক ‘এইভাবে’ হাঁটলেই, ডায়াবেটিস পালাবার পথ পাবে না

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মদনলাল খুরানা, সাহিব সিং ভার্মা এবং সুষমা স্বরাজের পর দিল্লিতে বিজেপির চতুর্থ মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্ত। উল্লেখযোগ্য বিষয় হল, এই মুহূর্তে রেখা বিজেপির একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যিনি কোনও বিজেপি শাসিত রাজ্যের দায়িত্ব সামলাবেন।  রেখা গুপ্তের নাম বিজেপি দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিতেই একে একে দলীয় বিধায়ক ও দলীয় নেতারা তাঁকে অভিনন্দন জানান।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi CM oath-taking ceremony: দিল্লির নতুন মুখ‍্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ রেখা গুপ্তের! অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল