“১৬ রাউন্ডের গণনা সম্পন্ন হয়েছে। AAP প্রার্থী দুর্গেশ পাঠক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজেশ ভাটিয়াকে (বিজেপি) ১১,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন,” বলেন দিল্লির মুখ্য নির্বাচনী কর্মকর্তা রণবীর সিং।
আরও পড়ুন- অটুট রইল মুখ্যমন্ত্রিত্ব! ত্রিপুরা উপনির্বাচনে জয় বিজেপির মানিক সাহার
জনগণকে ধন্যবাদ জানিয়ে কেজরিওয়াল হিন্দিতে ট্যুইটে লেখেন, “রাজিন্দর নগরের জনগণকে আন্তরিক ধন্যবাদ। আমি দিল্লির জনগণের এই অপরিসীম স্নেহ এবং ভালবাসার জন্য কৃতজ্ঞ। এটি আমাদের আরও কঠোর পরিশ্রম করতে এবং সেবা করতে অনুপ্রাণিত করবে। মানুষ ওদের নোংরা রাজনীতিকে পরাজিত করেছে এবং আমাদের ভাল কাজের প্রশংসা করেছে। ধন্যবাদ রাজিন্দর নগর, ধন্যবাদ দিল্লি।”
advertisement
প্রবীণ AAP নেতা এবং দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও অভিনন্দন জানিয়ে লিখেছেন, “আমার প্রিয় ভাই দুর্গেশ পাঠককে রাজিন্দর নগর বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন। জয়ের জন্য AAP-এর সমস্ত কর্মীদের অভিনন্দন।” তিনি আরও লেখেন, “অরবিন্দ কেজরিওয়ালজি দিল্লির মানুষের হৃদয়ে বাস করেন।”
আরও পড়ুন- মাঝরাতে গুজরাতে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক শিবসেনা বিদ্রোহী শিন্ডের!
সরকারি তথ্য অনুসারে, AAP-এর দুর্গেশ পাঠক ৪০,৩১৯ ভোট পেয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজেশ ভাটিয়া ২৮,৮৫১ টি ভোট পেয়েছেন। জয়ের ব্যবধান ছিল ১১,৪৬৮ ভোট।
এই গুরুত্বপূর্ণ বিধানসভা আসনের উপনির্বাচন ২৩ জুন অনুষ্ঠিত হয়েছিল। চৌদ্দ জন প্রার্থী ভোটে লড়লেও মূল লড়াই ছিল AAP এবং বিজেপির মধ্যে। রবিবার কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়।