সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের সামনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সূত্রের খবর, একটি গাড়িতে বিস্ফোরণ হয়। তার পরেই তাতে আগুন ধরে যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে আশপাশে থাকা অনেকগুলি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়। পুলিশের এক সূত্রে দাবি, অন্তত ২২টি গাড়ি ধ্বংস হয়েছে। কী ভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
আরও পড়ুন: ‘তদন্তে যা উঠে আসবে, জনসমক্ষে প্রকাশ করা হবে’, দিল্লি বিস্ফোরণস্থলে অমিত শাহ! গেলেন হাসপাতালেও
লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন, তদন্তে যা উঠে আসবে, তা প্রকাশ করা হবে জনসমক্ষে। লালকেল্লার ঘটনাস্থলে যাওয়ার আগে হাসপাতালে যান শাহ। ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদের দেখতেই হাসপাতালে গিয়েছেন তিনি।
আরও পড়ুন: লালকেল্লায় তদন্তে ফরেনসিক-NIA-NSG, দিল্লি বিস্ফোরণের পর মুম্বই-কেরল-হায়দরাবাদে ‘হাই অ্যালার্ট’ জারি
দিল্লি পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, আইইডি বিস্ফোরণ হয়েছে। দেশজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে সতর্কতা জারি মুম্বই, লখনউ, হায়দরাবাদ এবং কেরলে। দিল্লি পুলিশ জানিয়েছে, হুন্ডাই আই ২০ মডেলের গাড়িতে বিস্ফোরক রাখা ছিল। তাতে তিনজন সওয়ারি ছিল। হামলা আত্মঘাতী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
