চারধাম দেবস্থানম প্রবন্ধন বোর্ডের প্রধান এক্সিকিউটিভ অফিসার রবিনাথ রমন সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন ৷ বলা হয়েছে ভিনরাজ্য থেকে আসা যাত্রীদের সঙ্গে কোভিড ১৯ নেগেটিভ হওয়ার অরিজিন্যাল ডকুমেন্ট রাখতে হবে৷ চারধাম দর্শনের জন্য রাজ্যের বাইরে থেকে আসা পুণ্যার্থীদের জন্য জারি করা গাইডলাইনে এটা বলা হয়েছে আইসিএমআরের স্বীকৃতিপ্রাপ্ত ল্যাবরেটরি থেকেই কোভিড ১৯ টেস্ট করাতে হবে ৷ আর এর জন্য আরটিপিসিআর টেস্টই স্বীকৃত হবে ৷
advertisement
যিনি ঘুরতে আসবেন তাঁকে নিজের সমস্ত জরুরি ডকুমেন্ট চারধাম দেবস্থানম বোর্ডের ওয়েবসাইটে আপলোড করতে হবে৷ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে৷ তারপরেই তাঁকে চারধামে যাওয়ার অনুমতি বা পাস ইস্যু করা হবে ৷
যাত্রার সময় ট্যুরিস্টদের ফটো আইডি ও কোভিড ১৯ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে৷ চারধাম যাত্রার জন্য কোয়ারেন্টাইনের নিয়ম মানার পরই অনুমতি পাওয়া যাবে ৷ আসলে করোনা ভাইরাস সংক্রমণের জেরে সারা উত্তরাখণ্ডে বিপর্যস্ত পর্যটন ব্যবস্থা ৷ তাই চারধাম যাত্রা ফেরত এনে তারা রাজ্যের পর্যটন শিল্পকে ফের একবার চাঙ্গা করতে চাইছেন ৷
রাজ্য সরকার প্রথমে চারধাম যাত্রার জন্য রাজ্যবাসীকে অনুমতি দিয়েছিল, এবার তারা ভিনরাজ্যের বাসিন্দাদের জন্যেও শর্তসাপেক্ষে রাজ্যের দরজা খুলে দিল ৷
চারধাম যাত্রা শুরু হলে হোটেল ব্যবসায়ী, রেস্তোঁরা মালিক, ডান্ডি-কান্ডি সার্ভিসের সঙ্গে যুক্ত মানুষের জন্য ফের রোজগারের পথ খুলে যাবে ৷