মহারাষ্ট্রের জলনায় ক্রিকেট খেলতে গিয়ে ৩০ বছর বয়সী এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে সে। তিনি ছিলেন মুম্বইয়ের কাছাকাছি পালঘর জেলার বাসিন্দা। পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তির নাম বিজয় পটেল, তিনি নালাসোপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন: বিষাক্ত বাধাকপি খেয়ে ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ল যুবতী! ৮ দিন লড়াই-এর পর যা হল…
advertisement
পুলিশ কর্মকর্তারা জানান, সোমবার রাতে একটি ক্রিসমাস ট্রফি টুর্নামেন্টে খেলা চলাকালীন রাত ১১:৩০ নাগাদ বিজয় পটেল মাঠে পড়ে যান। তাদের সন্দেহ, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে তৎক্ষণাৎ সিপিআর (কার্ডিওপুলমোনারি রিসাসিটেশন) দিয়ে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তবে তা সফল হয়নি। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: অভিনেত্রীর গাড়িতে পিষে গেলেন কর্মরত শ্রমিক! ভয়াবহ দুর্ঘটনা মেট্রো রেল স্টেশনের কাছে
এ ঘটনার পর পুলিশ কর্মকর্তারা জানান, “আমরা মৃতদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছি। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে হৃদরোগই আঘাত করেছে।”
এই মর্মান্তিক ঘটনার কারণে স্থানীয় মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য খেলোয়াড়রা ও উপস্থিত দর্শকরা চমকিত ও বিষণ্ণ হয়ে পড়েছেন। বিজয় পটেলের মৃত্যু তাঁর পরিবার ও বন্ধুদের জন্য এক বড় ধাক্কা।