বহুদিন ধরেই বিশেষজ্ঞমহল জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য স্পুটনিক লাইটের (Single-dose Sputnik Light) অনুমোদন চাইছিলেন। তাঁরা এই টিকার কার্যকরিতা সংক্রান্ত সব তথ্যও পেশ করেন। দীর্ঘ গবেষণার পর এই অনুমতি দেওয়া হয়েছে। স্পুটনিক লাইট (Single-dose Sputnik Light) ২৯টি দেশে ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে।
আরও পড়ুন: পঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চরণজিৎ সিং চান্নি! লুধিয়ানায় ঘোষণা রাহুলের...
advertisement
এর আগে কেন্দ্রীয় সরকার সিঙ্গেল ডোজের জনসন এন্ড জনসনকে ছাড়পত্র দিলেও এই ভ্যাকসিনের কোনও ট্রায়াল আমাদের দেশে হয়নি। তবে সিঙ্গেল ডোজের স্পুটনিক' লাইটের ট্রায়াল' (Single-dose Sputnik Light) আমাদের দেশে মোট পাঁচটি জায়গাতে হয়েছে। আমাদের রাজ্যে রুবি জেনারেল হসপিটাল এর ৫ জনের ওপর প্রয়োগ করা হয় স্পুটনিক' লাইট। তাদের কারুর কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় নি। গত পরশুদিন এই ভ্যাকসিন কে আপৎকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছিল সাবজেক্ট এক্সপার্ট কমিটি। আজ তা অনুমোদন করল ডিসিজিআই।
আরও পড়ুন: মেট্রো প্ল্যাটফর্মে মোবাইলে মগ্ন যাত্রী, পরিণতি হল ভয়ঙ্কর! দেখুন ভিডিও
সামগ্রিকভাবে দেশে সামান্য় কমেছে করোনাভাইরাস (Coronavirus) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১২ লক্ষ ২৫ হাজার ০১১। নিম্নমুখী দৈনিক পজিটিভিটি রেটও। এই মুহূর্তে ভারতে ৭.৪২ শতাংশ করোনা পজিটিভ রেট। গত ২৪ ঘণ্টাতেই প্রাণ হারিয়েছেন ৮৬৫ জন। দেশে এখনও পর্যন্ত মোট মৃত্য়ু ৫ লক্ষ ১ হাজার ৯৭৯ জন।
ভারতে এখন করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ চলছে। যদিও এখন অনেকটাই কমেছে তৃতীয় ঢেউয়ের প্রভাব। কিন্তু ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যা নেহাত কম নয়। করোনা আসার পর থেকে এখনও পর্যন্ত ভারতে মৃত্যুর(India Reports Over 5 Lakh Deaths from Covid-19) সংখ্যা ৬ লক্ষের কাছাকাছি। মৃত্যুর নিরিখে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ স্থানএ রয়েছে। যা গবেষকদের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে টিকার সিঙ্গেল ডোজের অনুমোদন একটু হলেও স্বস্তিদায়ক।
Onkar Sarkar