এইমসের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব নারাঙ্গের তত্ত্বাবধানে কার্ডিও-নিউরো সেন্টারে ভর্তি করা হয়েছে দলাই লামাকে। একটি প্রাইভেট ওয়ার্ডে রয়েছেন তিনি।
আরও পড়ুন: দুধ ছাড়া চা-কে কেউ বলে লাল চা-কেউ বলে কালো চা, কেউ আবার লিকার চা! এগুলির পার্থক্য কী জানেন?
হড়পা বানে বিধ্বস্ত সিকিমে যাওয়ার কথা ছিল দলাই লামার। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর সিকিমে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তবে রবিবার সকালেই দলাই লামার অফিস থেকে এই সফর পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়।
advertisement
আরও পড়ুন: কাশছেন আর কফ সিরাপ খাচ্ছেন? বুকে বসা জেদি শ্লেষ্মা বের করবে বাসক পাতার রস! অব্যর্থ ওষুধ
বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, গ্যাংটক ও শালুগারায় দলাই লামার সফর পিছিয়ে দেওয়া হয়েছে। তবে কী কারণে পিছোল এই সফর তা নিয়ে কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। এরই সঙ্গে সফর বাতিলের জন্য ক্ষমাও চাওয়া হয়েছে দলাই লামার অফিসের তরফে। পরবর্তী দিনক্ষণ ঘোষণা করা অবধি সফর বাতিল বলেই জানানো হয়েছে।
রিপোর্টার– ফারহা খান