TRENDING:

১ জানুয়ারি থেকে এটিএম থেকে তোলা যাবে ৪৫০০ টাকা

Last Updated:

বছর শেষে সাধারণের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এটিএমে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ল কেন্দ্র ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বছর শেষে সাধারণের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এটিএমে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ল কেন্দ্র ৷ শুক্রবার এমনটাই জানাল হয়েছে আবিআই-য়ের তরফে ৷ এবার থেকে এটিএম থেকে তোলা যাবে ৪৫০০ টাকা ৷ ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম ৷ নোট বাতিলের পর থেকে দিনে এটিএম থেকে তোলা যেত মাত্র ২৫০০ টাকা ৷
advertisement

তবে সপ্তাহে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হয় ৷ অথার্ৎ সপ্তাহে কেবল ২৪,০০০ টাকা তোলার সিদ্ধান্ত বহল রাখা হয়েছে ৷ ক্ষুদ্র ব্যাবসায়ীদের ক্ষেত্রে তা ৫০,০০০ টাকা ৷

নোট বাতিলের পর শেষ শেষ হয়ে গিয়েছে পঞ্চাশ দিনের সময়সীমা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিমতো এরপর থেকেই মানুষের ভোগান্তি কম হওয়ার কথা। স্বাভাবিক হওয়ার কথা ব্যাঙ্ক ও এটিএম পরিষেবার। প্রতিশ্রুতিমতো পরিস্থিতি কি স্বাভাবিক হওয়ার পথে? পরিস্থিতি স্বাভাবিক করার জন্যই কী এই পদক্ষেপ ?

advertisement

তবে নতুন এই নির্দেশিকায় সাধারণ মানুষের ভোগান্তি কতটা কম হতে চলেছে তা নিয়ে যতেষ্ঠ প্রশ্ন রয়েছে ৷ কারণ নোট বাতিলের পর থেকেই বেশিরভাগ এটিএমে ঝুলছে নো ক্যাশের বোর্ড ৷ এর আগে কেন্দ্রের তরফে জানানো হয় এটিএম থেকে ২৫০০ টাকা পর্যন্ত তোলা যাবে ৷ কিন্তু বেশিরভাগ এটিএমে ৫০০ বা ১০০ টাকার নোট না থাকায় বাধ্য হয়ে ২০০০ টাকা তুলতে হয়েছে মানুষকে ৷ দিনের কোনও না কোনও সময়ে বন্ধ থাকছে অনেক এটিএম-এর ঝাঁপ। ফলে নোট বাতিলের ৫০ দিনের মাথায় থেকেই যাচ্ছে খুচরো সমস্যা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ব্যাঙ্কে টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে অনেকে ব্যবসায়ী ক্যাশলেস লেনদেনের পথে হেঁটেছেন। তাতেও ভোগান্তি খুব একটা কমেনি শহরের বেশিরভাগ ব্যবসায়ীর।

বাংলা খবর/ খবর/দেশ/
১ জানুয়ারি থেকে এটিএম থেকে তোলা যাবে ৪৫০০ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল