রবিবার গুজরাতের উড়ওয়াড়া থেকে মুম্বই ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন সাইরাস মিস্ত্রি ৷ তবে এই টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান এই যাত্রায় একা ছিলেন না ৷ তাঁর সঙ্গে ছিলেন পারিবারিক বন্ধু দুই পন্ডোলে ভাই, দারায়ুস এবং জাহাঙ্গির এবং দারায়ুসের স্ত্রী অনাহিতা ৷ তাঁদের সঙ্গে সাইরাস গিয়েছিলেন উড়ওয়াড়া এলাকায় পার্সি সম্প্রদায়ের প্রধান অগ্নিমন্দিরে ৷ শেষকৃত্যের প্রার্থনায় অংশ নিতে গিয়েছিলেন তাঁরা ৷ দারায়ুস ও জাহাঙ্গিরের বাবা দীনশ’ গত সপ্তাহে প্রয়াত হয়েছেন ৷ তাঁর প্রয়াণেই এই প্রার্থনার আয়োজন করা হয়েছিল ৷
advertisement
অগ্নিমন্দিরে প্রার্থনা সেরে মুম্বই ফেরার পথে গাড়ি চালাচ্ছিলেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ তথা দারিয়ুসের স্ত্রী অনাহিতা পন্ডোলে ৷ তাঁর পাশের আসনে ছিলেন দারায়ুস ৷ দু’জনেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ গাড়ির পিছনের আসনে ছিলেন সাইরাস এবং দারায়ুসের ভাই জাহাঙ্গির ৷ দু’জনেই প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায় ৷
আরও পড়ুন : অমানবিক! প্রবীণ শ্বশুরকে নির্বিচারে মারধর সাব ইন্সপেক্টর পুত্রবধূর, দেখুন ভাইরাল ভিডিও
দুর্ঘটনার পর সাইরাস এবং জাহাঙ্গিরের দেহ নিয়ে যাওয়া হয় পালঘরের স্থানীয় হাসপাতালে ৷ সেখান থেকে তাঁদের দেহ পাঠানো হয় জেজে হাসপাতালে ৷ গভীর রাতে সেখানেই অটোপ্সি করা হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন সাইরাসের মতো জাহাঙ্গিরের দেহেও মাথা-সহ একাধিক অঙ্গে গুরুতর আঘাত ছিল ৷ চিকিৎসকদের দাবি, এরকম আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হওয়া অস্বাভাবিক নয় ৷
জেজে হাসপাতালের তরফে জানানো হয়েছে সাইরাস ও জাহাঙ্গিরের ভিসেরা নমুনা পাঠানো হবে কালিনায় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ৷ ইতিমধ্যেই কোনও রাসায়নিক, অ্যালকোহল, বিষের উপস্থিতি আছে কিনা জানার জন্য ভিসেরা অ্যানালিসিস করা হয়েছে ৷ সূত্র থেকে জানা গিয়েছে, ডিএনএ পরীক্ষার জন্যও নমুনা রাখা হয়েছে ৷ মঙ্গলবার মুম্বইয়ের ওরলিতে সাইরাস মিস্ত্রির শেষকৃত্য সম্পন্ন করা হবে ৷ জাহাঙ্গিরের শেষকৃত্যও সম্পন্ন হবে এদিন বিকেলে ৷
আরও পড়ুন : চালকের আসনে ছিলেন নামী মহিলা চিকিৎসক, সাইরাসের সঙ্গে মার্সিডিজে ছিলেন তাঁর পারিবারিক বন্ধুরা
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মার্সিডিজের আরও দুই আরোহী তথা সাইরাস মিস্ত্রির পারিবারিক বন্ধু অনাহিতা পন্ডোলে ও তাঁর স্বামী দারায়ুস ৷ অনাহিতার অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ তার স্বামী দারায়ুসের চিকিৎসা চলছে বেসরকারি হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিটে ৷