ধৃতদের মধ্যে রয়েছে তিন জন মহিলাও। প্রথম অপারেশনটি চালানো হয় তানজানিয়া থেকে আসা কয়েকজনের উপরে। মোট ৪ জন সন্দেহভাজনকে চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। প্রত্যেকের বেল্টে বিশেষ ভাবে পকেট তৈরি করা হয়েছিল। সেই পকেট বাইরে থেকে দেখে বোঝা যেত না। সেখানে মোট ৫৩ কেজি সোনা লুকিয়ে নিয়ে এসেছিল তারা। সেই সোনার বাজার মূল্য প্রায় ২৮ কোটি টাকা।
advertisement
জানা গিয়েছে, ধৃতদের হাতে এই সোনা ভর্তি বেল্ট দোহা বিমানবন্দরের বাইরে এক ব্যক্তি তুলে দিয়েছিল। সেই ব্যক্তি সুদানের নাগরিক। ধৃত ৪ জনকে আদালতে তোলা হয়েছে।
আরও পড়ুন, ১৯৯২ ফিরল না পাকিস্তানের, বাবরদের হারিয়ে ১২ বছর পর দ্বিতীয়বার টি-২০ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
এর পাশাপাশি দুবাই থেকে ফেরা আরও তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে দু জন মহিলাও ছিলেন। জিন্সের মধ্যে সোনা লুকিয়ে নিয়ে এসেছিল তারা। কেন তারা সোনা এভাবে লুকিয়ে নিয়ে এসেছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাদের কাছ থেকে মোট ৮ কেজি সোনা উদ্ধার হয়। এর বাজার মূল্য প্রায় ৩.৮৮ কোটি টাকা।
আরও পড়ুন, ভোটে লড়বেন? অবশেষে মনের ইচ্ছার কথা জানালেন পিকে
মুম্বই এয়ারপোর্ট সূত্রে খবর এর আগে কখনও এতো পরিমাণ সোনা একদিনে উদ্ধার হয়নি। সোনা উদ্ধারের খবর মাঝে মধ্যে আসলেও, অভিনব উপায়ে এভাবে সোনা লুকিয়ে নিয়ে যাওয়া দেখে হতবাক হয়ে গিয়েছেন কাস্টমসের আধিকারিকরাও।